বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ১১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - অষ্টম শ্রেণি

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

৪১. রাখাইনরা কোথায় বাস করে?

ক. সিলেট

খ. ময়মনসিংহ

গ. পটুয়াখালী ও বরগুনা

ঘ. রাঙামাটি

৪২. চাকমা সমাজে মৌজার প্রধানকে কী বলা হয়?

ক. কার্বারি খ. সিজা

গ. হেডম্যান ঘ. মাহাতো

৪৩. চাকমা সমাজ কী ধরনের?

ক. মাতৃতান্ত্রিক খ. পিতৃতান্ত্রিক

গ. সামাজিক ঘ. পারিবারিক

৪৪. চাকমারা কার সম্মানে ফানুস ওড়ায়?

ক. মাঘী পূণি৴মার খ. হেডম্যানের

গ. বিজু উত্সবের ঘ. গৌতম বুদ্ধের

৪৫. চাকমা সমাজে মৃতদেহ কী করা হয়?

ক. ভাসিয়ে দেওয়া হয়

খ. দাহ করে

গ. কবর দেওয়া হয়

ঘ. মমি করা হয়

আরও পড়ুন

৪৬. চাকমা ছোট ছোট মেয়েরা কী খেলতে পছন্দ করে?

ক. পুতুল খ. বউচি

গ. হাডুডু ঘ. ঘরবানানো

৪৭. গারো সমাজ কী ধরনের?

ক. পারিবারিক খ. সামাজিক

গ. মাতৃতান্ত্রিক ঘ. পিতৃতান্ত্রিক

৪৮. গারো সমাজে পরিবারের সব সম্পত্তির উত্তরাধিকার কে লাভ করে?

ক. সব৴কনিষ্ঠ কন্যা খ. বড় ছেলে

গ. তৃতীয় সন্তান ঘ. দ্বিতীয় মেয়ে

৪৯. গারো সমাজের মূলে কোন পরিচয় রয়েছে?

ক. মাহারি খ. পিতা

গ. বড় চাচা ঘ. দাদা

৫০. কোন নৃগোষ্ঠীর মধ্যে একই মাতৃগোত্র হলে হলে পুরুষ ও মহিলার মধ্যে বিয়ে নিষিদ্ধ?

ক. চাকমা খ. সাঁওতাল

গ. মারমা ঘ. গারো

সঠিক উত্তর

অধ্যায় ১১: ৪১.গ ৪২.গ ৪৩.খ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.খ ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন