জাপান সরকারের দুটি শিক্ষাবৃত্তি
১. টিচার্স ট্রেনিং কোর্স
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য Teachers Training Course অধ্যয়ন করতে জাপান সরকার MEXT Scholarship 2023-এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে।
প্রার্থীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ওপর প্রাধান্য দেওয়া হবে।
আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিচের লিঙ্কে আবেদন করতে হবে।
অনলাইন লিঙ্ক: http://202.72.235.210/scholarship/mext/
আবেদনের শেষ তারিখ: ০৯–০১–২০২৩ রাত ১২টা পর্যন্ত। এ সময় পর্যন্ত অনলাইন লিঙ্কটি খোলা থাকবে।
২. জাপানিজ স্টাডিজ কোর্স
জাপানিজ স্টাডিজ কোর্সে পড়ার জন্য জাপান সরকার MEXT Scholarship 2023–এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে।
আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
প্রার্থীদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ওপর প্রাধান্য দেওয়া হবে।
আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিচের লিঙ্কে আবেদন করতে হবে।
অনলাইন লিঙ্ক: http://202.72.235.210/scholarship/mext/
আবেদনের শেষ তারিখ: ০৯–১–২০২৩ রাত ১২টা পর্যন্ত। এ সময় পর্যন্ত অনলাইন লিঙ্কটি খোলা থাকবে।
অনলাইন ফরম পূরণ–সম্পর্কিত কোনো সমস্যার জন্য [email protected] তে ই–মেইল করা যাবে।
কয়েকটি নির্দেশনা
অনলাইন ফরম পূরণ–সম্পর্কিত কোনো সমস্যার জন্য [email protected] তে ই–মেইল করা যাবে।
ই–মেইল সঙ্গে সঙ্গে না পাওয়া গেলে স্প্যাম বা জাঙ্ক মেইল চেক করতে হবে।
প্রার্থীকে তার প্রাপ্ত নম্বর সঠিকভাবে লিখতে হবে। এ ক্ষেত্রে অনলাইন আবেদনের নিচে দেওয়া লাল কালিতে উদাহরণ অনুসরণ করতে পারেন।
জাপান সরকারের দুটি বৃত্তির বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.shed.gov.bd