এইচএসসি ২০২৩ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
৪১. আজকের ১ টাকার ভবিষ্যৎ পরিমাণ কত?
ক. ১ টাকার বেশি
খ. ১ টাকার কম
গ. ১ টাকার অর্ধেক
ঘ. ১ টাকার সমান
৪২. ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্যের পরিমাণ বাড়াতে হলে বাট্টার হার কী করতে হবে?
ক. বৃদ্ধি খ. হ্রাস
গ. দ্বিগুণ ঘ. আংশিক বৃদ্ধি
৪৩. ঋণ পরিশোধ তালিকার মাধ্যমে দেখানো কী দেখানো হয়?
ক. প্রতিবছরের সুদের পরিমাণ
খ. প্রতিবছরের আসল পরিশোধের পরিমাণ
গ. কিস্তির পরিমাণকে সুদ ও আসলে বিভক্তিকরণ
ঘ. শুধু প্রতি কিস্তির পরিমাণ
৪৪. প্রচলিত ঋণ পরিশোধের তালিকায় আসল পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে কী হয়?
ক. অপরিবর্তিত থাকে
খ. হ্রাস পায়
গ. বৃদ্ধি পায়
ঘ. শেষ বছরে হ্রাস পায়
৪৫. প্রচলিত ঋণ পরিশোধ তালিকায় কিস্তির পরিমাণ ক্রমান্বয়ে কী হয়?
ক. হ্রাস পায়
খ. অপরিবর্তিত থাকে
গ. বৃদ্ধি পায়
ঘ. ১ম ও শেষ বছরে সমান থাকে না
৪৬. সমতুল্য মেয়াদি সুদের হার বার্ষিক বা নামিক সুদের হারের চেয়ে—
ক. বড় হয় খ. ছোট হয়
গ. দ্বিগুণ হয় গ. সমান হয়
৪৭. নিচের কোন ক্ষেত্রে অর্থের সময়মূল্য ব্যবহৃত হয়?
ক. চলতি মূলধন সিদ্ধান্ত
খ. লভ্যাংশ সিদ্ধান্ত
গ. আদায় সিদ্ধান্ত
ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত
৪৮. বিনিয়োগকারীকে অধিক সুদ প্রদানের জন্য ব্যাংককে নিচের কোনটি অনুসরণ করতে হবে?
ক. সরল সুদ
খ. বার্ষিক চক্রবৃদ্ধি
গ. বহুমেয়াদি চক্রবৃদ্ধি
ঘ. বিলম্বিত চক্রবৃদ্ধি
৪৯. নিচের কোন ক্ষেত্রে বিনিয়োগকারীর বা আমানতকারীর সুদ-আসলের পরিমাণ বেশি হবে?
ক. সাধারণ বৃত্তি খ. অগ্রিম বৃত্তি
গ. বিলম্বিত বৃত্তি ঘ. অনিশ্চিত বৃত্তি
৫০. বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m–এর মান কত হয়ে থাকে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.ক ৪২.খ ৪৩.গ ৪৪.গ ৪৫.খ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.গ ৪৯.খ ৫০.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা