মোট জাতীয় আয় - অর্থনীতি ১ম পত্র , অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

১৮. Y = C + I + G + (X-M) = কী হবে?

ক. GDP খ. GNP

গ. NNP ঘ. NDP

১৯. NDP = কী?

ক. GDP-CCA খ. GNINNP

গ. GNP-CCA ঘ. GNI-CCA

২০. মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?

ক. দ্রব্য ও সেবার বাজারমূল্য খ. বিদেশে কর্মরত দেশীয়দের আয়

গ. দেশে কর্মরত বিদেশিদের আয় ঘ. নিট রপ্তানি

২১. প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?

ক. CCA খ. NDP

গ. GDP ঘ. GNP 

২২. কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?

ক. GDP খ. GNP

গ. NNP ঘ. NI

২৩. CCAএর পূর্ণরূপ কোনটি?

ক. Capital Consumption Allowance

খ. Cost of Capital in Average

গ. Cost of Captial Assumed

ঘ. Current Cost of Administration

২৪. NNPএর পূর্ণরূপ কোনটি?

ক. New National Product খ. Net National Product

গ. Nominal National Product ঘ. Natural National Product

২৫. কোনটি সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ?

ক. ব্যক্তিগত ব্যয় খ. সরকারি ব্যয়

গ. সামরিক ব্যয় ঘ. পারিবারিক ব্যয়

২৬. সাধারণত সামগ্রিক ব্যয়ে (AE) সিংহভাগ অংশ নিচের কোন উপাদানের? 

ক. ভোগ খ. বিনিয়োগ

গ. সরকারি ব্যয় ঘ. নিট রপ্তানি মূল্য

২৭. ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?

ক. মোট জাতীয় আয় খ. ব্যয়যোগ্য আয়

গ. নিট জাতীয় আয় ঘ. মোট দেশজ আয়

২৮. আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না?

ক. মোট বিনিয়োগ খ. নিট বিনিয়োগ

গ. স্বয়ম্ভূত বিনিয়োগ ঘ. প্ররোচিত বিনিয়োগ

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১৮. খ ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. খ ২৮. গ