ক্রিয়াপদের চলিত রূপ
১৩১. প্রশ্ন: সন্ধ্যায় নদীর ঘাটে জেলেদের নৌকা আসিয়া ভেড়ে।
উত্তর: সন্ধ্যায় নদীর ঘাটে জেলেদের নৌকা এসে ভেড়ে।
১৩২. প্রশ্ন: মৌচাকে মৌমাছিরা আসিয়া ভিড় করে।
উত্তর: মৌচাকে মৌমাছিরা এসে ভিড় করে।
১৩৩. প্রশ্ন: একটা রাস্তা আসিয়া মিশিয়াছে চৌরাস্তায়।
উত্তর: একটা রাস্তা এসে মিশেছে চৌরাস্তায়।
১৩৪. প্রশ্ন: নদীর ঘাটে গাঁয়ের বধূরা আসিয়াছে জল নিতে।
উত্তর: নদীর ঘাটে গাঁয়ের বধূরা এসেছে জল নিতে।
১৩৫. প্রশ্ন: ছেলেরা জলে ভেলা ভাসাইয়াছে।
উত্তর: ছেলেরা জলে ভেলা ভাসিয়েছে।
১৩৬. প্রশ্ন: কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাইবে।
উত্তর: কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে।
১৩৭. প্রশ্ন: তরুণ চিকিৎসক হইবে।
উত্তর: তরুণ চিকিৎসক হবে।
১৩৮. প্রশ্ন: ডাক্তার হইয়া শাকিল গ্রামের হাসপাতালে চিকিৎসা করিবে।
উত্তর: ডাক্তার হয়ে শাকিল গ্রামের হাসপাতালে চিকিৎসা করবে।
১৩৯. প্রশ্ন: একটি নদী দুই তীরের মানুষদের মিলাইয়া দিয়েছে।
উত্তর: একটি নদী দুই তীরের মানুষদের মিলিয়ে দিয়েছে।
১৪০. প্রশ্ন: বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়িয়া বসিলাম।
উত্তর: বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা