এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
১১. পুরাতন সম্পদ বিক্রয় কোনটি হতে পারে?
ক. মুনাফাজাতীয় আয়
খ. মুনাফাজাতীয় প্রাপ্তি
গ. মূলধনজাতীয় প্রাপ্তি
ঘ. মূলধনজাতীয় আয়
১২. আয় বিবরণীর ক্রেডিট জের ব্যবসায় প্রতিষ্ঠানের কী হিসেবে গণ্য হয়?
ক. মোট লাভ খ. মোট ক্ষতি
গ. নিট লাভ ঘ. নিট ক্ষতি
১৩. যেসব খরচ ব্যবসায়িক কারণে সংঘটিত হয় না, তাকে কোন ব্যয় বলা হয়?
ক. বিক্রয় ব্যয়
খ. বিক্রীত পণ্যের ব্যয়
গ. পরিচালন ব্যয়
ঘ. অপরিচালন ব্যয়
১৪. চলতি বছরে কোনটি সম্পূর্ণ খরচ না–ও হতে পারে?
ক. বিক্রীত পণ্যের ব্যয়
খ. বেতন
গ. ক্রয়
ঘ. ভাড়া
১৫. বহু ধাপবিশিষ্ট আয় বিবরণী থেকে কয়টি মুনাফা জানা যায়?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. পাঁচটি
১৬. শেয়ার হস্তান্তর ফি কোম্পানির জন্য কী?
ক. আয় খ. দায়
গ. সম্পদ ঘ. ব্যয়
১৭. রেওয়ামিলে বিজ্ঞাপনের পরিমাণ ৮০,০০০ টাকা, যার ৭৫% বিলম্বিত করতে হবে। আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ কত টাকা দেখাতে হবে?
ক. ২০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ১,০০,০০০ টাকা
১৮. মনিহারি ক্রয় ১০,০০০ টাকা, প্রারম্ভিক মনিহারি ২,০০০ টাকা এবং সমাপনী মনিহারি ২,৫০০ টাকা হলে ব্যবহৃত মনিহারির পরিমাণ কত?
ক. ৪,৫০০ টাকা খ. ১২,৫০০ টাকা
গ. ৯,৫০০ ঘ. ৮,০০০ টাকা
১৯. প্রারম্ভিক মজুত পণ্য ২,০০০ টাকা, সমাপনী মজুত পণ্য ৩,০০০ টাকা ও বিক্রীত পণ্যের ব্যয় ১৮,০০০ টাকা এবং মোট লাভ ৫,০০০ টাকা হলে, বিক্রয় কত টাকা?
ক. ১৩,০০০ খ. ১৫,০০০
গ. ২৩,০০০ ঘ. ২৮,০০০
২০. নিচের কোনটি অপরিচালন আয়?
ক. চালানি কারবারের মুনাফা
খ. বিক্রয় আয়
গ. বিমা কোম্পানি থেকে প্রাপ্ত টাকা
ঘ. প্রাপ্ত ভাড়া
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.গ ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.ঘ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা