অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৬
৩১. GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের পূর্ণ রূপ কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross Daily Production
ঘ. Gross Due Production
৩২. মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি?
ক. Gross Domestic Product
খ. Gross Domestic Production
গ. Gross National Product
ঘ. Gross Nation Product
৩৩. ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান কত শতাংশ ছিল?
ক. ৩.৬৮ শতাংশ
খ. ৪.৭০ শতাংশ
গ. ৭.৪০ শতাংশ
ঘ. ৮.৪১ শতাংশ
৩৪. দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?
ক. পারিবারিক আয়
খ. সাংসারিক আয়
গ. ব্যক্তিগত আয়
ঘ. মাথাপিছু আয়
৩৫. ‘Gross Domestic Product’ বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উৎপাদন
খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
গ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য
ঘ. সেবাপণ্যের মোট আর্থিক মূল্য
৩৬. স্বাস্থ্য খাতের সঙ্গে নিচের কোনটি জড়িত?
ক. মুঠোফোন কোম্পানি
খ. ব্যাংকিং খাত
গ. কমিউনিটি হাসপাতাল
ঘ. বিপণনকেন্দ্র
৩৭. শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাঁদের কী বলে?
ক. কৃষিজীবী খ. শ্রমিক
গ. শিক্ষক ঘ. চিকিৎসক
৩৮. বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কততম?
ক. ৫ম খ. ৬ষ্ঠ
গ. ৭ম ঘ. ৮ম
৩৯. একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্যকে কী বলে?
ক. জিডিপি খ. জিএনপি
গ. রেমিট্যান্স ঘ. জাতীয় আয়
৪০. একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝায় কী দিয়ে?
ক. জিডিপি খ. জাতীয় আয়
গ. জিএনপি ঘ. রেমিট্যান্স
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৩১.ক ৩২.গ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.গ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ক ৪০.গ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা