এসএসসি ২০২৩ - জীববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১১. কোষের কোন অঙ্গাণুটি পরিপাকে সাহায্য করে?
ক. সেন্ট্রোজোম খ. ক্রোমোজোম
গ. লাইসোজোম ঘ. রাইবোজোম
১২. উচ্চ শ্রেণির জীবে দেহকোষ কী ধরনের?
ক. n খ. 2n
গ. 3n ঘ. 4n
১৩. সেন্টোস্ফিয়ারের কেন্দ্রস্থলে অবস্থান করে কোনটি?
ক. সেন্ট্রিওল খ. সেন্ট্রোজোম
গ. রাইবোজোম ঘ. লাইসোজোম
১৪. সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত অঞ্চলকে কী বলে?
ক. রাইবোজোম খ. সেন্টোজোম
গ. এক্টোপ্লাজম ঘ. এন্ডোপ্লাজম
১৫. প্লাজমালেমা কয় স্তরবিশিষ্ট?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
১৬. নিম্ন শ্রেণির জীবে দেহকোষ কী ধরনের হয়ে থাকে?
ক. n খ. 2n
গ. 3n ঘ. 4n
১৭. উদ্ভিদ কোষে থাকে—
i. সেন্ট্রোজোম
ii. কোষপ্রাচীর
iii. সঞ্চিত খাদ্য শ্বেতসার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?
ক.মাইটোকন্ড্রিয়ায়
খ. রাইবোজোমে
গ. লাইসোজোমে
ঘ. গলজি বস্তুতে
১৯. কোনটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয়?
ক. নিউক্লিয়ার মেমব্রেন
খ. নিউক্লিওপ্লাজম
গ. নিউক্লিওলাস
ঘ. ক্রোমোজোম
২০. কোষগহ্বরের অভ্যন্তরের রসকে কী বলে?
ক. সেন্ট্রোস্ফিয়ার খ. সেন্ট্রিওল
গ. টনোপ্লাস্ট ঘ. কোষরস
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.গ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ,
ঢাকা