এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. সামাজিক পরিবর্তনজনিত সমস্যা কিসের মাধ্যমে মোকাবিলা করা যায় বলে তুমি মনে কর?

ক. মিথস্ক্রিয়া

খ. মূল্যবোধ

গ. সামাজিকীকরণ

ঘ. সুষ্ঠু পরিকল্পনা

৩২. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো—

i. বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য

ii. বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য

iii. বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান—

i. কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে

ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক

iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন—

i. সামাজিক সমস্যা দূর করতে

ii. সমাজ সংস্কার করতে

iii. সামাজিক দায়িত্ব–কর্তব্য সম্পর্কে জ্ঞানলাভ করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষ সমাজের–

i. আত্মসচেতন মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়

ii. শ্রেণিসচেতন সদস্য হিসেবে গড়ে উঠার সুযোগ পায়

iii. উচ্ছৃঙ্খল জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. বাংলাদেশে সমাজবিজ্ঞানের পথিকৃত কে?

ক. অজিত কুমার সেন খ. আবুল ফজল

গ. রাধাকমল ঘ. এ. কে. নাজমুল করিম

৩৭. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’ বইটির রচয়িতা কে?

ক. ড. এ. কে. নাজমুল করিম

খ. অধ্যাপক আফসার উদ্দিন

গ. অধ্যাপক ফজলুর রশিদ হক

ঘ. ড. রংগলাল সেন

৩৮.‘Changing Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থটি কার লেখা?

ক. ড. ফজলুল করিম

খ. ড. এ. কে. নাজমুল করিম

গ. ড. রংগলাল সেন

ঘ. ড. সৈয়দ আহমদ

৩৯. বাংলাদেশকে সমাজ ও নৃবিজ্ঞানীদের ‘স্বর্গস্বরূপ’ বলে মন্তব্য করেন কে?

ক. ক্লদ লেভি স্ট্রস খ. এ কে নাজমুল করিম

গ. অনুপম সেন ঘ. রংগলাল সেন

৪০. বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?

ক. UNESCO খ. ILO

গ. UNICEF ঘ. WHO

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ক ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ক ৩৮.খ ৩৯.ক ৪০.ক

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা