উদ্ভিদের বিভিন্ন প্রক্রিয়া - জীববিজ্ঞান ১ম পত্র , অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

১২. উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ কোনটি?

ক. মূল খ. কাণ্ড 

গ. পাতা ঘ. ফুল 

১৩. কোষের কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র সম্পন্ন হয়?

ক. গলজি বডি খ. রাইবোজোম 

গ. মাইটোকন্ড্রিয়া ঘ. নিউক্লিয়াস 

১৪. সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে কয়টি ATP উৎপন্ন করে?

ক. ৩৪টি খ. ৩৫টি 

গ. ৩৬টি ঘ. ৩৮টি

১৫. লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোন উদ্ভিদে?

ক. শাপলা খ. হাইড্রিলা 

গ. কচুরিপানা ঘ. করবী 

১৬. সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি?

ক. গাইকোলাইসিস 

খ. অ্যাসিটাইল কো-এ 

গ. ক্রেবস চক ঘ. ETS

১৭. উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো এলিমেন্ট কোনটি?

ক. ক্যালসিয়াম খ. কার্বন 

গ. সালফার ঘ. কপার 

১৮. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ব্যয়িত শক্তি কত অণু ATP 

ক. ২ অণু খ. ৪ অণু 

গ. ৬ অণু ঘ. ৮ অণু

১৯. C4 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি?

ক. ৩ ফসকোলাইসিস অ্যাসিড 

খ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 

গ. পাইরুভিক অ্যাসিড 

ঘ. ম্যালিক অ্যাসিড

২০. ফার্মেন্টেশন প্রক্রিয়ায় নিচের কোন এনজাইমটি সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয়?

ক. জাইমেজ  

খ. কাইনেজ 

গ. আইসোমারেজ  

ঘ. হাইড্রোজিনেজ 

২১. শ্বসনের কোন পর্যায়ে O2–এর প্রয়োজন হয়?

ক. গ্লাইকোলাইসিস

খ. অ্যাসিটাইল Co-

গ. ক্রেবস চক্র

ঘ. ইলেকট্রন প্রবাহ তন্ত্র 

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১২.গ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. ঘ

মোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা