অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৫৭)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৬
৫১. মালয়েশিয়ার (২০১৯ সালে) সাক্ষরতার হার কত শতাংশ?
ক.৮৪.৪% খ. ৮৫.৯%
গ. ৯১.২% ঘ. ৯৪.৯%
৫২. বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত?
ক. ৭৩.৯% খ. ৭৪.৫%
গ. ৭৬.৬% ঘ. ৭৮.৫%
৫৩. বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত?
ক. ৭ম খ. ৯ম
গ. ১০ম ঘ. ১২তম
৫৪. ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্সের পরিমাণ কত মিলিয়ন মার্কিন ডলার ছিল?
ক. ৯,৯৮৯ খ. ১০,১৮৯
গ. ১১,৮৫০ ঘ. ১৮,২০৫
৫৫. মানব উন্নয়ন সূচকে (২০২০ সালের রিপোর্ট) ভারতের অবস্থান কত?
ক. ১৩১তম খ. ১৪২তম
গ. ১৫০তম ঘ. ১৫৮তম
৫৬. মানব উন্নয়ন সূচকে (২০২০ সালের রিপোর্ট) পাকিস্তানের অবস্থান কত?
ক. ১৩১তম খ. ১৪২তম
গ. ১৫৪তম ঘ. ১৫৮তম
৫৭. ভারতে (২০১৯ সালে) সাক্ষরতার হার কত শতাংশ?
ক.৭৪.৪% খ. ৮৫.৯%
গ. ৯১.২% ঘ. ৯৫.৭%
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৫১.ঘ ৫২.ক ৫৩.ঘ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.গ ৫৭.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা