অধ্যায় ২
৩১. কোনটি প্রস্তুতকরণ হিসাবচক্রের ঐচ্ছিক কাজ?
ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. কার্যপত্র ঘ. আর্থিক বিবরণী
৩২. যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয়ে থাকে, তাকে কী বলে?
ক. সমন্বয় এন্ট্রি খ. কন্ট্রা এন্ট্রি
গ. সংশোধনী এন্ট্রি ঘ. বিপরীত এন্ট্রি
৩৩. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?
ক. জাবেদা
খ. আর্থিক বিবরণী
গ. নগদ প্রবাহ বিবরণী
ঘ. খতিয়ান
৩৪. তানভির অ্যান্ড কোং ব্যবসায়ের জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা নির্বাহ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ডেবিট হবে?
ক. ১৫,০০০ টাকা খ. ১৫,২০০ টাকা
গ. ১৬,০০০ টাকা ঘ. ১৬,২০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শ্রেয়ার নিকট হতে ২০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করা হলো। মূল্য বাবদ ১০ দিন পর ৫% বাট্টায় চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করা হলো।
৩৫. ক্রয় হিসাবে ডেবিট হবে কত টাকা?
ক. ১৭,১০০ খ. ১৮,০০০
গ. ১৯,০০০ ঘ. ২১,০০০
৩৬. ব্যাংক হিসাবে ক্রেডিট হবে কত টাকা?
ক. ১৭,১০০ খ. ১৮,০০০
গ. ১৯,০০০ ঘ. ২১,০০০
৩৭. শ্রমিকদের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটি?
ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট ও ক্রয় হিসাব ক্রেডিট
খ. বিবিধ খরচ হিসাব ডেবিট ও ক্রয় হিসাব ক্রেডিট
গ. মজুরি হিসাব ডেবিট ও ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. মজুরি হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট
৩৮. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?
ক. অর্জিত সেবা আয়
খ. প্রাপ্ত সেবা আয়
গ. অনুপার্জিত সেবা আয়
ঘ. প্রাপ্য হিসাব
৩৯. ‘Ledge’ শব্দের অর্থ কী?
ক. কক্ষ খ. নিজ
গ. প্রাথমিক বই ঘ. তাক
৪০. পুরোনো অফিস সরঞ্জাম মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. মেরামত খ. মজুরি
গ. আসবাব ঘ. বিবিধ খরচ
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা