অধ্যায় ১০
১. নোট প্রচলনের একক অধিকার ভোগ করে কোন ব্যাংক?
ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বিশেষায়িত ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক
ঘ. বিদেশি ব্যাংক
২. ‘অর্থ যা করে তাই অর্থ’—এটি কার উক্তি?
ক. অর্থনীতিবিদ ওয়াকার
খ. অধ্যাপক রবার্টসন
গ. জন মেনার্ড কেইন্স
ঘ. আলফ্রেড মার্শাল
৩. ফিশারের বিনিময় সমীকরণে ‘MV’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. মূল্যস্তর খ. অর্থের চাহিদা
গ. অর্থের জোগান ঘ. আলফ্রেড মার্শাল
৪. বিনিময়ের যে মাধ্যম সরকারি আইন দ্বারা প্রচলিত, তাকে কী বলে?
ক. শেয়ার খ. বিহিত মুদ্রা
গ. চেক ঘ. প্রাইজবন্ড
৫. কোনটি বিহিত মুদ্রা?
ক. ব্যাংক চেক খ. নগদ অর্থ
গ. প্রাইজবন্ড ঘ. ব্যাংক ড্রাফট
৬. নিচের কোনটি অসীম বিহিত মুদ্রা?
ক. ১,০০০ টাকার নোট
খ. ১,০০০ টাকার চেক
গ. ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট
ঘ. ১,০০০ টাকার প্রাইজবন্ড
৭. আমানত প্রধানত কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৬ প্রকার
৮. জনসাধারণ সাধারণত বাণিজ্যিক ব্যাংকে যে হিসাব খোলে, তাকে কী বলে?
ক. জামানত খ. হিসাববহি
গ. আমানত ঘ. চুক্তিপত্র
৯. জনগণ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়, তাকে কী বলে?
ক. মুদ্রার আমানত খ. মুদ্রার জোগান
গ. মুদ্রার চাহিদা ঘ. মেয়াদি আমানত
১০. মুদ্রার চাহিদা কয় ধরনের?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
১১. ‘ফটকা চাহিদা’ কিসের ওপর নির্ভরশীল?
ক. সুদের হার খ. আয়
গ. সঞ্চয় ঘ. বিনিয়োগ
১২. অর্থের মূল্যের সূত্র কোনটি?
ক. Vm = P খ. Vm = I P
গ. P = Vm ঘ. PT = I Vm
১৩. মুদ্রার লেনদেন চাহিদা কিসের ওপর নির্ভরশীল?
ক. চাহিদার ওপর খ. আয়ের ওপর
গ. আমানতের ওপর
ঘ. সঞ্চয়ের ওপর
১৪. জন মেনার্ড কেইন্সের মতে মুদ্রার চাহিদার কারণ কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৫. একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায়, তাকে কী বলে?
ক. বিহিত মুদ্রা খ. চলতি আমানত
গ. অর্থের জোগান ঘ. অর্থের চাহিদা
১৬. কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে ঋণপত্র ক্রয় করলে কী ঘটে?
ক. ঋণের পরিমাণ কমে
খ. ঋণের পরিমাণ বাড়ে
গ. ঋণের পরিমাণ অপরিবর্তিত থাকে
ঘ. তারল্যের সংকট হয়
১৭. কোন প্রতিষ্ঠানটি নিকাশঘর হিসেবে পরিচিত?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বিশেষায়িত ব্যাংক
ঘ. গ্রামীণ ব্যাংক
১৮. কোনটি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি?
ক. ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ
খ. নগদ জমার হার পরিবর্তন
গ. নৈতিক প্রচারণা
ঘ. ঋণের রেশনিং
১৯. ঋণ নিয়ন্ত্রণের ‘সর্বাপেক্ষা প্রাচীন’ পদ্ধতি কোনটি?
ক. নগদ জমার হার নীতি খ. খোলাবাজার নীতি
গ. ব্যাংক হার নীতি
ঘ. ঋণের বরাদ্দকরণ নীতি
২০. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে পড়ে?
ক. ব্যাংক হার পরিবর্তন খ. ঋণের রেশনিং
গ. নগদ জমার হার পরিবর্তন
ঘ. খোলাবাজার নীতি
২১. সবচেয়ে তরল সম্পদ কোনটি?
ক. জমি খ. বাড়িঘর
গ. যন্ত্রপাতি ঘ. টাকাপয়সা
২২. পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কয়টি হাতিয়ার ব্যবহার করে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৮টি
২৩. সচ্ছলতার সনদ প্রদান বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. সাধারণ কার্যাবলি
খ. প্রতিনিধিত্বমূলক কার্যাবলি
গ. সেবামূলক কার্যাবলি
ঘ. বিশেষ কার্যাবলি
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা