২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সংক্ষেপে জেনে রাখি - প্রবৃদ্ধির হার, এক্সোমণ্ডল, অপ্রত্যাশিত ব্যয়, কিলোওয়াট–ঘণ্টা

এক্সোমণ্ডল

পৃথিবীর তাপমণ্ডলের ওপর প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে, তাকে এক্সোমণ্ডল বলে। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য রয়েছে। এ স্তরের তাপমাত্রা প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস হয়।

প্রবৃদ্ধির হার

কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক হারকে প্রবৃদ্ধির হার বলা হয়। প্রবৃদ্ধির হার হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তনের হার। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধির হারের সঙ্গে জনসংখ্যা ও দ্রব্যমূল্যের বিবেচনায় নেয় এবং প্রকৃত মাথাপিছু আয়ের বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে।

অপ্রত্যাশিত ব্যয়

সরকারি ব্যয়ের লক্ষ্য জনগণের কল্যাণ সাধন। সরকারি ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো অপ্রত্যাশিত ব্যয়। দেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এর জন্য সরকারকে একটি সংরক্ষিত তহবিল রাখতে হবে।

কিলোওয়াট–ঘণ্টা

তড়িৎ সরবরাহকে কিলোওয়াট–ঘণ্টা এককে পরিমাপ করা হয়। এই একককে বোর্ড অব ট্রেড ইউনিট বা ইউনিট বলে। আমরা যে বিদ্যুৎ বিল পরিশোধ করি, তা এই এককেই হিসাব করা হয়। এক ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, সেটি হচ্ছে এক ওয়াট–ঘণ্টা।

আরও পড়ুন