সাড়ে আট মাসের বিনামূল্যের আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

৬০তম রাউন্ডে ভর্তি চলছে

আইটি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষার্থীরাছবি: আইএসডিবি-বিআইএসইডব্লিউ'র ওয়েবসাইট থেকে

আইএসডিবি-বিআইএসইডব্লিউ (IsDB-BISEW) আইটি স্কলারশিপ প্রোগ্রাম নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকধারীদের জন্য বিনা মূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরির বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে এ কোর্স পরিচালনা করা হয়। এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীরা দেশ–বিদেশে সফলভাবে কর্মরত আছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। ২০০৩ সালে শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১হাজার ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

প্রোগ্রামটির বিশেষ সুবিধা

  • এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম। যেখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণের খরচ, থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় ও হাতখরচ প্রদান করা হয়।

  • এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম।

  • প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২লাখ টাকা সমমূল্যের কোর্স।

  • সফলভাবে কোর্স সম্পন্নকারীদের 'প্লেসমেন্ট কল'-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

স্কলারশিপে আবেদনের যোগ্যতা

  • স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/ আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

  • ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার, আইনজীবী ও চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

জেনে রাখুন

স্কলারশিপ–সম্পর্কিত তথ্য জানতে: isdb-bisew.org/it-scholarship-programme

৬০তম রাউন্ডে আবেদনের সময়সীমা: ৩১ জানুয়ারি ২০২৪

অনলাইনে আবেদন করার ঠিকানা: apply.isdb-bisew.info

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: isdb-bisew.org