অধ্যায় ৯
৫১. প্রস্বেদনের ফলে—
i. উদ্ভিদ পানি শোষণ করে
ii. প্রাণরসের আরোহণ ঘটে
iii. কোষবিভাজন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?
ক. কমলা খ. বেগুনি
গ. সবুজ ঘ. লাল
৫৩. কোনটি ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ উপাদান?
ক. K+ খ. Mn
গ. Mg ঘ. Cl-
৫৪. কোনটিকে জৈব মুদ্রা বলা হয়?
ক. AMP খ. ATP
গ. FAD ঘ. NAD
৫৫. ‘Law of minimum’ মতবাদ কে প্রদান করেন?
ক. ব্ল্যাকম্যান খ. লিবিগ
গ. মেন্ডেল ঘ. হ্যাচম্যান
৫৬. সবাত শ্বসনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটি?
ক. পাইরুভেট খ. কার্বন ডাই–অক্সাইড
গ. অক্সিজেন ঘ. পানি
৫৭. পাইরুভিক অ্যাসিডের দুটি অণুতে কতটি কার্বন থাকে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৫৮. কোনটি জৈব ছুরি?
ক. E. coli খ. Eco-RI
গ. Colicin ঘ. Vibriocin
৫৯. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্বসনের হার সর্বনিম্ন অবস্থায় পৌঁছায়?
ক. ২৫°-৩০° খ. ৩০°-৪০°
গ. ৪০°-৪৫° ঘ. ৪৫°-৫০°
৬০. ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহৃত হয়?
ক. আইসোমারেজ
খ. অ্যাকোনিটেজ
গ. সাকসিনেট ডিহাইড্রোজেনেজ
ঘ. নাইট্রেট সিনথেজ
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৫১. ঘ ৫২. ঘ ৫৩. গ ৫৪. খ ৫৫.খ ৫৬. গ ক ৫৭. ঘ ৫৮. খ ৫৯. গ ৬০. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা