[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৫
৩৯. নিচের কোন ধরনের পদার্থের ক্ষেত্রে প্যাসকেলের সূত্র প্রযোজ্য নয়?
ক. কঠিন পদার্থ খ. তরল পদার্থ
গ. বায়বীয় পদার্থ ঘ. প্রবাহী
৪০. পীড়নের একক কোনটি?
ক. Nm-3 খ. Nm-2
গ. Nm-1 ঘ. Nm
৪১. বিকৃতির একক কোনটি?
ক. m খ. kgm-3
গ. Nm-2 ঘ. একক নেই
৪২. তরল পদার্থের কোন বিন্দুতে চাপের মান নির্ভর করে—
i. তরলের ঘনত্বের ওপর
ii. তরলের পরিমাণের ওপর
iii. তরলের উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. টরিসেলির পরীক্ষার সাহায্যে কী পরিমাপ করা হয়?
ক. চাপ খ. প্লবতা
গ. বায়মণ্ডলীয় চাপ ঘ. ঘনত্ব
৪৪. বস্তুর ভেতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে কী বলে?
ক. চাপ খ. পীড়ন
গ. বিকৃতি ঘ. বল
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩৯.ক ৪০.খ ৪১.ঘ ৪২.খ ৪৩.গ ৪৪.খ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]