অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস এমএস প্রোগ্রাম - বাউবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ১৮ মাস (৩ সেমিস্টার) মেয়াদি এমএস প্রোগ্রামে জুলাই–ডিসেম্বর, ২০২৩ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

  • প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSAPS (osapsnew.bou.ac.bd)–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

  • MS প্রোগ্রামগুলো:

    · MS in Agronomy

    · MS in Entomology,

    · MS in Soil Science,

    · MS in Irrigation & Water Management,

    · MS in Aquaculture,

    · MS in Poultry Science

  • ভর্তির যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেখুন)

  • স্টাডি সেন্টারের নাম ও কোড: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাস (৯৯৯)

ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো:

  • অনলাইন আবেদন ফি: ১০০০ টাকা।

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৬ এপ্রিল ২০২৩।

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৩।

  • মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ: ৮ জুন ২০২৩।

  • ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ: ২০ জুন ২০২৩।

  • ভর্তির সময়: ২১ জুন ২০২৩ থেকে ২০ জুলাই ২০২৩।

  • মোট ভর্তি ফি: ১৮ হাজার ৮০০ টাকা।

  • ভর্তির স্থান: বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্র (৪ ক, গভ. ল্যাবরেটরি স্কুল সড়ক, ধানমন্ডি, ঢাকা)।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে: bou.ac.bd

আরও পড়ুন