অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস এমএস প্রোগ্রাম - বাউবি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ১৮ মাস (৩ সেমিস্টার) মেয়াদি এমএস প্রোগ্রামে জুলাই–ডিসেম্বর, ২০২৩ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSAPS (osapsnew.bou.ac.bd)–এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
MS প্রোগ্রামগুলো:
· MS in Agronomy
· MS in Entomology,
· MS in Soil Science,
· MS in Irrigation & Water Management,
· MS in Aquaculture,
· MS in Poultry Science
ভর্তির যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেখুন)
স্টাডি সেন্টারের নাম ও কোড: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাস (৯৯৯)
ভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো:
অনলাইন আবেদন ফি: ১০০০ টাকা।
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৬ এপ্রিল ২০২৩।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৩।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ: ৮ জুন ২০২৩।
ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ: ২০ জুন ২০২৩।
ভর্তির সময়: ২১ জুন ২০২৩ থেকে ২০ জুলাই ২০২৩।
মোট ভর্তি ফি: ১৮ হাজার ৮০০ টাকা।
ভর্তির স্থান: বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্র (৪ ক, গভ. ল্যাবরেটরি স্কুল সড়ক, ধানমন্ডি, ঢাকা)।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে: bou.ac.bd