প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ৫ ও অধ্যায় ৬ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
অধ্যায় ১
১. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায়?
ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান ঘ. ভারত
২. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে কী বলে?
ক. কোম্পানি খ. অর্থায়ন
গ. প্রতিষ্ঠান ঘ. পিপিপি
৩. তহবিল সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. অর্থায়ন খ. বিপণন
গ. ব্যাংকিং ঘ. ব্যবস্থাপনা
৪. মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত?
ক. পারিবারিক খ. সরকারি
গ. কারবারি ঘ. আন্তর্জাতিক
৫. নিচের কোনটি বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান বা কোম্পানি?
ক. দরজি দোকান
খ. মুদি দোকান
গ. কোহিনূর কেমিক্যালস
ঘ. ফলের দোকান
৬. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়?
ক. দান করা হয়
খ. খরচ করা হয়
গ. ব্যয়ের পরিমাণ বাড়াতে হয়
ঘ. ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়
৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. শিল্প স্থাপন
গ. সমাজকল্যাণ
ঘ. অবকাঠামো উন্নয়ন
৮. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয়?
ক. পারিবারিক অর্থায়ন
খ. সরকারি অর্থায়ন
গ. আন্তর্জাতিক অর্থায়ন
ঘ. ব্যবসায় অর্থায়ন
৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী?
ক. বিনিয়োগ
খ. মুনাফা
গ. মুনাফা বণ্টন
ঘ. অর্থের উৎস চিহ্নিতকরণ
১০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?
ক. একমুখী খ. দ্বিমুখী
গ. বিপরীতমুখী ঘ. সমমুখী
১১. আর্থিক ব্যবস্থাপকেরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
১২. অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?
ক. ১৯৫০-এর দশকে
খ. ১৯৬০-এর দশকে
গ. ১৯৭০-এর দশকে
ঘ. ১৯৮০-এর দশকে
১৩. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কোন দশকে?
ক. ১৯৬০-এর দশকে
খ. ১৯৭০-এর দশকে
গ. ১৯৮০-এর দশকে
ঘ. ১৯৯০-এর দশকে
১৪. যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কখন?
ক. ১৯৩০-এর দশকে
খ. ১৯৪০-এর দশকে
গ. ১৯৫০-এর দশকে
ঘ. ১৯৬০-এর দশকে
১৫. অর্থায়ন কোন শতকে আন্তর্জাতিকতা লাভ করে?
ক. ১৯৫০-এর দশকে
খ. ১৯৬০-এর দশকে
গ. ১৯৭০-এর দশকে
ঘ. ১৯৯০-এর দশকে
১৬. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত—
i. মেশিনপত্র ক্রয়
ii. কাঁচামাল ক্রয়
iii. শ্রমিকদের মজুরি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. আয়ের সাথে কোনটির সংগতি রাখা প্রয়োজন?
ক. মুনাফার খ. ব্যয়ের
গ. অর্থায়নের ঘ. ব্যবস্থাপনার
১৮. অর্থায়ন বলতে বোঝায়—
i. তহবিল সংগ্রহ
ii. মুনাফা অর্জন
iii. তহবিল ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. পারিবারিক অর্থায়নের উৎস হচ্ছে—
i. চাকরি
ii. কৃষিকাজ
iii. ব্যবসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান —
i. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
ii. বাটা কোম্পানি
iii. কোহিনূর কেমিক্যালস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.গ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.গ ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ
অধ্যায় ৫
১. তারল্য ঝুঁকি বেশি থাকে—
i. একমালিকানা কারবারে
ii. অংশীদারি কারবারে
iii. কোম্পানির বিনিয়োগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. একটি কারবারে যত বেশি উত্থান-পতন হবে, তত কী হবে?
ক. ঝুঁকি তত কম
খ. ঝুঁকি তত বেশি
গ. অনিশ্চয়তা তত কম
ঘ. লাভ তত বেশি
৩. কারবারে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলে?
ক. অর্থায়নের ঝুঁকি
খ. নিশ্চয়তা
গ. অর্থায়নের লাভ
ঘ. অর্থায়নের নিরাপত্তা
৪. কারবারে নিচের কোন ঝুঁকিটি পরিমাপযোগ্য নয়?
ক. প্রকল্পের ক্ষতি
খ. সুদের হার কমে যাওয়া
গ. তেলের দাম বৃদ্ধি
ঘ. মালিকের মৃত্যু
৫. কারবারে ঝুঁকি কমানো যায় কেন?
ক. অনিশ্চিত বলে
খ. অধিক বলে
গ. পরিমাপ করা যায় বলে
ঘ. নির্দিষ্ট বলে
৬. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো হলো—
i. পে–ব্যাক সময় পদ্ধতি
ii. গড় মুনাফা হার পদ্ধতি
iii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. একটি ব্যবসায়ে অফিস খরচ, বিমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কিসের সৃষ্টি হয়?
ক. আর্থিক ক্ষতির
খ. মূলধনস্বল্পতার
গ. ব্যবসায়িক ঝুঁকির
ঘ. কারবার অব্যবস্থাপনার
৮. ২৪. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে বলা হয়—
ক. অর্থায়নের ঝুঁকি খ. অর্থায়নের প্রত্যাশা
গ. ব্যবসায়িক অনিশ্চয়তা
ঘ. অর্থায়নের সংকট
৯. ব্যবসায়িক কার্যক্রম থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোনোরূপ অনিশ্চয়তা দেখা দিলে তাকে কী বলে?
ক. আর্থিক ঝুঁকি খ. মৌলিক ঝুঁকি
গ. ব্যবসায়িক ঝুঁকি ঘ. ফটকা ঝুঁকি
১০. ব্যবসায়ে সাফল্য নির্ভর করে কিসের ওপর?
ক. তারল্য আধিক্য
খ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত
গ. আয় সিদ্ধান্ত
ঘ. ঝুঁকি গ্রহণ
১১. প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়?
ক. ঝুঁকি খ. মুনাফা
গ. বিনিয়োগ ঘ. ক্ষতি
১২. নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের বৈশিষ্ট্য?
ক. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান নয়
খ. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান
গ. যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি
ঘ. যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে কম
১৩. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কী আছে?
ক. কিছু পার্থক্য খ. কিছু মিল
গ. কিছু অনিশ্চয়তা ঘ. কিছু আয়
১৪. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা
হলো —
i. নিয়ন্ত্রণযোগ্যতায়
ii. পরিমাপযোগ্যতায়
iii. মুনাফার প্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. আদর্শ বিচ্যুতির বড় মান কী নিদে৴শ করে?
ক. অধিক মুনাফা খ. অধিক ঝুঁকি
গ. অধিক ক্ষতি ঘ. কম ঝুঁকি
১৬. একটি প্রতিষ্ঠানের ঋণ-মূলধন বেশি, সেই প্রতিষ্ঠানের কী হবে?
ক. আর্থিক ঝুঁকি কম
খ. আর্থিক ঝুঁকি বেশি
গ. মৌলিক ঝুঁকি বেশি
ঘ. ব্যবসায়িক ঝুঁকি বেশি
১৭. ব্যবসাপ্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১৮. বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৫ প্রকার
গ. ৭ প্রকার ঘ. ৮ প্রকার
১৯. কোন ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
ক. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
খ. পরিকল্পনা প্রণয়নে
গ. পরিচালনার ক্ষেত্রে
ঘ. মূলধন সংগ্রহে
২০. কোনটি পরিমাপ করা যায় না?
ক. ঝুঁকি খ. অনিশ্চয়তা
গ. আয় ঘ. সম্পদ
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ক ২.খ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ক ২০.খ
অধ্যায় ৬
১. যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা কিসের ওপর নির্ভর করে?
ক. ক্রেতার ওপর
খ. বিক্রেতার ওপর
গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
ঘ. স্বল্পমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর
২. বিনিয়োগের একটি মূল্যায়নপ্রক্রিয়া কোনটি?
ক. মূলধন বাজেটিং
খ. অর্থের সময়মূল্য
গ. বাট্টার হার নির্ধারণ
ঘ. বিনিয়োগের মূল্যনীতি
৩. অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কী?
ক. মূলধন বাজেটিং
খ. বিক্রয় বাজেটিং
গ. ক্রয় বাজেটিং
ঘ. পরিকল্পনা বাজেটিং
৪. নিচের কোনটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি?
ক. কাগজ খ. কালি
গ. খাবার ঘ. আসবাব
৫. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিগুলো হলো—
i. পে-ব্যাক সময় পদ্ধতি
ii. গড় মুনাফার হার পদ্ধতি
iii. নিট মুনাফা হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক??
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. মূলধন বাজেটিং মূলত কী?
ক. একটি সম্পদ খ. একটি প্রজেক্ট
গ. একটি দায় ঘ. একটি প্রক্রিয়া
৭. মূলধন বাজেটিংয়ের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৭টি
৮. মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কোনটি?
ক. গড় মুনাফার হার পদ্ধতি
খ. নিট বর্তমান মূল্য পদ্ধতি
গ. পে-ব্যাক সময় পদ্ধতি
ঘ. সময় পদ্ধতি
৯. ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী খরচ হলো—
i. অফিস ভাড়া
ii. বিমা খরচ
iii. কাঁচামাল খরচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. মূলধন বাজেটিং করার সিদ্ধান্ত নিতে সাধারণত কী ধরনের তহবিল প্রয়োজন হয়?
ক. ছোট অঙ্কের
খ. মাঝারি অঙ্কের
গ. বড় অঙ্কের
ঘ. তহবিলই প্রয়োজন হয় না
১১. নিচের কোনটি মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপ?
ক. নগদ প্রবাহ প্রাক্কলন
খ. বাট্টা হার নির্ধারণ
গ. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন
ঘ. মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ
১২. ARR–এর পূর্ণ নাম কী?
ক. Accounting Rate of Return
খ. Actual Rate of Return
গ. Annual Rate of Return
ঘ. Account Rate and Return
১৩. নিচের কোনটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত প্রক্রিয়া?
ক. মূলধন বাজেটিং
খ. বিক্রয় বাজেটিং
গ. ক্রয় বাজেটিং
ঘ. পরিকল্পনা বাজেটিং
১৪. মূলধন বাজেটিং সব সময় কেমন সিদ্ধান্ত?
ক. ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত
খ. ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত
গ. মুনাফা করতে পারে
ঘ. ক্ষতির সম্মুখীন হয়
১৫. নিচের কোনটির জন্য মূলধন বাজেটিংয়ের পদ্ধতি গুরুত্বপূর্ণ?
ক. প্রকল্প নির্বাচন
খ. প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ. বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ. প্রকল্পের মুনাফার হার নির্ণয়
১৬. নিচের কোন কাজটি মূলধন বাজেটিং করে?
ক. ব্যয়ের তুলনায় ভবিষ্যৎ আয় প্রাক্কলন
খ. বিক্রয় বৃদ্ধি
গ. ব্যয় হ্রাস
ঘ. ব্যয় বৃদ্ধি
১৭. একটি প্রতিষ্ঠানের মূলধন খরচকে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় কী হিসেবে ব্যবহার করা হয়?
ক. সুদের হার খ. বাট্টার হার
গ. মুনাফার হার ঘ. ক্ষতির আশঙ্কা
১৮. কোন ক্ষেত্রে কোম্পানি মূলধন বাজেটিং প্রয়োগ করে সিদ্ধান্ত নেয়?
ক. সম্পত্তি প্রতিস্থাপন
খ. কর্মী ব্যবস্থাপনা
গ. মার্কেটিং
ঘ. মনিহারি দ্রব্য ক্রয়
১৯. নিচের কোন ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের প্রয়োগ নেই?
ক. স্থায়ী সম্পত্তি ক্রয়
খ. প্রতিস্থাপন ও আধুনিকায়ন
গ. পণ্য বৈচিত্র্যায়ণ
ঘ. সম্পত্তির ব্যবস্থাপনা
২০. মূলধন বাজেটিং কেমন হলে কারবার সরাসরি উপকৃত হয়?
ক. সহজ ও ছোট আকারের
খ. বৃহৎ আকারের
গ. সঠিক ও বাস্তবসম্মত
ঘ. ছোট আকারের
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.গ ২.ক ৩.ক ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.ক ৯.ক ১০.গ ১১.ক ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.গ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা