আম–আঁটিঁর ভেঁপু
২০. অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?
ক. বটগাছ ও বিছুটির গাছ
খ. কালমেঘ ও নিমগাছ
গ. কালমেঘ ও বিছুটির গাছ
ঘ. নলখাগড়া ও কন্টিকারি
২১. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
ক. ময়লা লেগে থাকায় খ. আম লেগে থাকায়
গ. লঙ্কার গুঁড়া লেগে থাকায় ঘ. নুনের গুঁড়া লেগে থাকায়
২২. দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?
ক. রাগ করেছে বলে খ. মুখভর্তি আম ছিল বলে
গ. দাঁতে ব্যথা বলে ঘ. শুনতে পায়নি বলে
২৩. দ্রুতগতিতে দুর্গা কী খেতে শুরু করল?
ক. মিষ্টি খ. আচার
গ. আমের চাকলা ঘ. শসা
২৪. সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?
ক. সকাল থেকে খ. দুপুর থেকে
গ. সন্ধ্যা থেকে ঘ. বিকেল থেকে
২৫. সর্বজয়ার গা-গতরে ব্যথা কেন?
ক. অসুস্থতার কারণে খ. গাছের গুঁড়ি কাটার জন্য
গ. রান্না করার কারণে ঘ. ক্ষার কাচার কারণে
২৬. সর্বজয়া অপুকে কী সম্বোধন করেছিল?
ক. খোকা খ. সোনামানিক
গ. বাবু ঘ. বাঁদর
২৭. সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে কী কাটতে বসল?
ক. আম খ. শসা
গ. লাউ ঘ. কুমড়া
২৮. ‘একটুখানি হাঁপ জিরোতে দ্যাও’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. কর্মব্যস্ততা খ. ক্লান্তিময়তা
গ. এড়িয়ে চলা ঘ. কটাক্ষ করা
২৯. ‘রোয়াক’ বলতে কী বোঝায়?
ক. দরজা খ. বারান্দা
গ. প্রণাম করা ঘ. আদেশ করা
৩০. ‘লক্ষ্মীছাড়া বাঁদর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. দুর্গাকে খ. অপুকে
গ. অপু ও দুর্গা উভয়কে ঘ. প্রকৃতিকে
৩১. অপুর কাঠের ঘোড়াটি কেমন অবস্থায় ছিল?
ক. রং ওঠা খ. চকচকে
গ. হাতল জোড়া লাগানো ঘ. ভাঙা হাতল
৩২. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার উল্লেখ আছে?
ক. দুর্গাপূজা খ. লক্ষ্মীপূজা
গ. কালীপূজা ঘ. মনসাপূজা
৩৩. অপুর মহামূল্যবান সম্পত্তি কোনটি?
ক. কাঠের ঘোড়া খ. বেতফল
গ. টিনের বাঁশি ঘ. খাপরা
৩৪. অপু মনে মনে কোন খেলার কল্পনা করছিল?
ক. ডাংগুলি খ. গঙ্গা-যমুনা
গ. চোর-পুলিশ ঘ. কাবাডি
সঠিক উত্তর
আম–আঁটিঁর ভেঁপু: ২০. গ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা