বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

৪১. পাওয়ারপয়েন্ট ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?

ক. তথ্য পাঠানো

খ. তথ্য সংরক্ষণ

গ. লেখালেখি করা

ঘ. তথ্যকে কার্যকর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন

৪২. পাওয়ারপয়েন্ট ব্যবহার করে—

i. তথ্য সাজানো যায়

ii. ডিজাইন করা যায়

iii. তথ্যকে কার্যকরভাবে উপস্থাপন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. সভা-সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যারটির বিকল্প নেই?

ক. পাওয়ারপয়েন্ট

খ. এমএস ওয়ার্ড

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. স্কাইপে

৪৪. প্রেজেন্টেশনের একেকটি অংশকে কী বলা হয়?

ক. হ্যান্ড আউটস খ. স্লাইড

গ. প্রেজেন্টেশন ঘ. লে-আউট

৪৫. প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?

ক. ২ খ. ৫

গ. ১০ ঘ. একাধিক

আরও পড়ুন

৪৬. পাওয়ারপয়েন্টে একাধিক স্লাইডবিশিষ্ট একটি পৃষ্ঠাকে কী বলা হয়?

ক. হ্যান্ড আউটস খ. লে-আউট

গ. স্লাইড ঘ. স্ট্রোক

৪৭. পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য নির্মিত খসড়াকে কী বলে?

ক. স্লাইড

খ. ফিল

গ. স্লাইড লে-আউট

ঘ. হ্যান্ড আউট

৪৮. প্রেজেন্টেশন বলা হয় কাকে?

ক. প্রতিটি প্রেজেন্টেশনের অংশকে

খ. পৃষ্ঠাকে

গ. পাওয়ারপয়েন্ট ফাইলকে

ঘ. পাওয়ারপয়েন্ট তৈরির খসড়াকে

৪৯. কম্পিউটার ডেস্কটপের পর্দার নিচের বাম কোণের বোতামকে কী বলে?

ক. মেনু বার খ. স্টার্ট বোতাম

গ. অল প্রোগ্রাম ঘ. এন্টার বোতাম

৫০. পাওয়ারপয়েন্ট স্লাইডে টেক্সট কোথায় লিখতে হয়?

ক. লে-আউটে

খ. টেক্সট বক্সের ভেতরে

গ. থাম্বনেইলে

ঘ. মেনু বারে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪১.ঘ ৪২.খ ৪৩.ক ৪৪.খ ৪৫.ঘ ৪৬.ক ৪৭.গ ৪৮.গ ৪৯.খ ৫০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন