শ্বসনের বিভিন্ন দিক - জীববিজ্ঞান ১ম পত্র , অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

উদ্ভিদের শ্বসনছবি: লেভারেজ এডু ডটকম

অধ্যায় ৯

[এর আগের প্রকাশিত লেখা]

৬১. কোনটি ক্রেবস চক্রের প্রথম স্থায়ী যৌগ?

ক. ফসফোগ্লিসারিক অ্যাসিড

খ. ফসফোগ্লিসাল্ডিহাইড অ্যাসিড 

গ. সাইট্রিক অ্যাসিড

ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

৬২. ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়?

ক. সাইটোপ্লাজমে

খ. মাইটোকন্ড্রিয়ায়

গ. ক্লোরোপ্লাস্টে

ঘ. নিউক্লিয়াসে 

৬৩. শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি?

ক. তাপমাত্রা

খ. পানি

গ. CO2 এর ঘনত্ব

ঘ. এনজাইম

৬৪. পরিবেশে CO2 এর ঘনত্ব বৃদ্ধি পেলে—

i. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়

ii. প্রস্বেদনের হার কমে যায়

iii. পত্ররন্ধ্র খুলে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. কোনটি মাইক্রো মৌল?

ক. নাইট্রোজেন

খ. ফসফরাস 

গ. পটাশিয়াম

ঘ. বোরন

৬৬. কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?

ক. লাল

খ. নীল 

গ. বেগুনি

ঘ. কমলা

৬৭. সবাত শ্বসনে গ্লুকোজের শ্বসনিক হার কত?

ক. ০.৭১

খ. ১ 

গ. ১.৩৩

ঘ. ৪

৬৮. অক্সিডেটিভ ফসফোবাইলেশন কোথায় সংঘটিত হয়?

ক. ক্লোরোপ্লাস্টে

খ. রাইবোসোমে 

গ.  নিউক্লিয়াস

ঘ. মাইটোকন্ড্রিয়ায়

৬৯. সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি?

ক. গ্লাইকোলাইসিস

খ. ক্রেবস চক্র

গ. ইলেকট্রন প্রবাহতন্ত্র

ঘ. অ্যাসিটাইল কো এ সৃষ্টি

৭০.  C4 উদ্ভিদে কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা কোনটি?

ক. রাইবুলোজ ১,৫ ডাইফসফেট

খ. ৩ ফসফোগ্লিসারিক অ্যাসিড 

গ. ফসফোইনল পাইরুভিক অ্যাসিড

ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৬১. গ ৬২. খ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. ক ৬৭. খ ৬৮. ঘ ৬৯. ক ৭০. গ

মোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা