এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১. বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়?
ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
২. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে—
i. সামাজিক সমস্যার উত্তরণে
ii. সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে
iii. ব্যক্তি মানুষের স্বার্থ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ‘আকবরনামা’ গ্রন্থের লেখক কে?
ক. আল–বেরুনি
খ. সম্রাট আকবর
গ. আবুল ফজল
ঘ. রাজা রামমোহন রায়
৪. কখন থেকে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়?
ক. নবম শতকের প্রথম দিকে
খ. অষ্টম শতকের মাঝামাঝি
গ. সপ্তম শতকের প্রথম দিকে
ঘ. ষষ্ঠ শতকের মাঝামাঝি
৫. নিচের কোনটি গুপ্ত যুগের রচনা?
ক. কামসূত্র খ. বেদ–সহিংতা
গ. অর্থশাস্ত্র ঘ. বেতাল–পঞ্চবিংশতি
৬. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক কে?
ক. আল–বেরুনি খ. আবুল ফজল
গ. আবু হোসেন ঘ. কৌটিল্য
৭. প্রাচ্যের ‘সামাজিক বিজ্ঞানের অগ্রদূত’ বলা হয় কাকে?
ক. কৌটিল্যকে
খ. আবুল ফজলকে
গ. মন্টেস্কুকে
ঘ. বিনয় সরকারকে
৮. ‘আইন–ই–আকবরি’ গ্রন্থের লেখক কে?
ক. আল–বেরুনি খ. ইবনে খালদুন
গ. আবুল ফজল ঘ. নূর মোহাম্মদ
৯. ‘রয়েল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৭৮১ সালে খ. ১৭৮২ সালে
গ. ১৭৮৩ সালে ঘ. ১৭৮৪ সালে
১০. ‘The Positive Background of Hindu Sociology’ গ্রন্থটি কার লেখা?
ক. সুশোভন সরকার
খ. রাধা কমল মুখার্জি
গ. বিনয় কুমার সরকার
ঘ. বিনয় ঘোষ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ঘ ১০.গ
মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা