এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৫১. সমাজকর্ম মানুষের সহায়তা করে—
i. অর্থনৈতিকভাবে
ii. ক্ষমতার উন্নয়নে
iii. ক্ষমতার পুনরুদ্ধারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। মাসুদ সাহেব সমাজের উন্নয়নে প্রচেষ্টা চালান—
i. শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে
ii. প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে
iii. দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. মানবসমস্যা সমাধানে সমাজকর্মের পদ্ধতি—
i. ব্যক্তি সমাজকর্ম
ii. সমষ্টি সমাজকর্ম
iii. দল সমাজকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪, ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাহেলা বেগম একজন নারী। স্বামী নেই। তাঁর পরমুখাপেক্ষী জীবন নিদারুণ কষ্টের। তাঁর কষ্ট দেখে করে সমাজকর্মী মোজাম্মেল তাঁকে একটি গাভি কিনে দেওয়ার ব্যবস্থা করলেন, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিল।
৫৪. মোজাম্মেলের কাজটিকে কী হিসেবে চিহ্নিত করা যায়?
ক. অর্পিত দায়িত্ব পালন
খ. সমাজকর্ম
গ. ব্যক্তিকর্ম
ঘ. সমষ্টি উন্নয়ন
৫৫. মোজাম্মেলের কাজটির মাধ্যমে নিচের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
ক. সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধার
খ. সামাজিক বিপর্যয় রোধ
গ. ব্যক্তিগত ও সামাজিক সম্পদের ব্যবস্থা
ঘ. উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান
৫৬. গাভি প্রাপ্তির ফলে রাহেলার—
i. দারিদ্র্য দূর হয়েছে
ii. সংসারে স্থিতিশীলতা এসেছে
iii. পরমুখাপেক্ষিতার অবসান ঘটেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৭. বর্তমান সমাজব্যবস্থায় সমাজকর্ম পাঠের গুরুত্ব অপরিসীম। কারণ—
i. সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জন
ii. উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার
iii. সমাধানসম্পর্কিত জ্ঞান অর্জন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫৮. পেশাদার সমাজকর্ম বিস্তৃত ক্ষেত্রে কর্মসূচি পরিচালনা করে। এর কাজের অন্তর্ভুক্ত ক্ষেত্রগুলো হলো—
i. নারী ও শিশু উন্নয়ন
ii. যুব উন্নয়ন
iii. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫৯. সমাজের সার্বিক কল্যাণে কিসের গুরুত্ব অনেক?
ক. সমাজবিজ্ঞানের
খ. সমাজকর্মের
গ. মনোবিজ্ঞানের
ঘ. অর্থনীতির
৬০. আধুনিক সমাজকল্যাণে সমস্যা সমাধানের বৈজ্ঞানিক পদ্ধতি কী?
ক. সামাজিক কার্যক্রম
খ. সামাজিক আইন
গ. সমাজকর্ম
ঘ. সমাজবিজ্ঞান
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.ঘ ৫২.খ ৫৩.ঘ ৫৪.খ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.খ ৬০.গ
কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা