এসএসসি ২০২৩ - অর্থনীতি | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৯
৪১. গ্রামীণ বেকারত্ব দূরীকরণে কী করণীয়?
ক. বৃহৎ শিল্প স্থাপন
খ. ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপন
গ. চাষাবাদ বাড়ানো
ঘ. মূলধন বাড়ানো
৪২. শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে যদি—
i. শিল্পের উন্নয়ন হয়
ii. শিল্পের যান্ত্রিক কৌশলগত উন্নয়ন হয়
iii. শিল্পে বিনিয়োগ কমানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. মানবসম্পদ কীভাবে তৈরি হয়?
ক. সরকারি চাকরি দিয়ে
খ. ঋণ সুবিধা দিয়ে
গ. প্রশিক্ষণ দিয়ে
ঘ. অতিক্ষুদ্র শিল্প দিয়ে
৪৪. কোনটি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান?
ক. দক্ষ মানবসম্পদ
খ. উর্বর ভূমি
গ. বাণিজ্য ঘ. ক্ষুদ্রঋণ
৪৫. জনসংখ্যার যে অংশ শিক্ষা ও দক্ষতার পরিপ্রেক্ষিতে যখন শ্রমশক্তিতে পরিণত হয়, তখন তাদের কী বলা হয়?
ক. বেকার খ. অর্ধশিক্ষিত
গ. মানবসম্পদ ঘ. অশিক্ষিত
৪৬. অর্থনৈতিক উন্নয়ন কী?
ক. প্রবৃদ্ধির একটি অংশ
খ. মাথাপিছু আয় বৃদ্ধি
গ. জাতীয় আয় বৃদ্ধি
ঘ. প্রবৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন
৪৭. ‘অর্থনৈতিক উন্নয়ন’ নিচের কোনটি?
ক. উৎপাদন+ভোগ+বিনিয়োগ
খ. আয়-ভোগ ব্যয়
গ. অর্থনৈতিক প্রবৃদ্ধি+অর্থনীতির গুণগত পরিবর্তন
ঘ. ভোগ+ বিনিয়োগ+সরকারি ব্যয়
+নিট রপ্তানি
৪৮. মানবসম্পদ উন্নয়নের পদ্ধতি হলো?
i. শিক্ষা
ii. প্রশিক্ষণ
iii. দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. দক্ষ জনশক্তি তৈরি করা হয়—
i. উন্নত শিক্ষার মাধ্যম
ii. প্রশিক্ষণের মাধ্যম
iii. গবেষণার মাধ্যম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. উন্নয়নশীল দেশে কোনটি থেকে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে?
ক. শিল্প থেকে খ. কৃষি থেকে
গ. বিদেশ থেকে ঘ. ব্যবসা থেকে
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৪১.খ ৪২.ক ৪৩.গ ৪৪.ক ৪৫.গ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা