ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - বাক্যগুলোতে কী অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
নিচের বাক্যগুলো পড়ো। বাক্যগুলোতে সাধারণভাবে কী অর্থ প্রকাশ পাচ্ছে তার উল্লেখ করো।
১. আমি বাজারে যাচ্ছি।
(একটি সাধারণ বর্ণনা বোঝানো হচ্ছে।)
২. তুমি কোথায় যাচ্ছ?
(জানতে চাওয়া হচ্ছে।)
৩. তুমি বাজারে যাও।
(নির্দেশ বোঝানো হচ্ছে।)
৪. ওরে বাবা! কত বড় বাজার!
(অবাক হওয়ার অনুভূতি বোঝানো হচ্ছে।)
মানুষ তার কথা বা বক্তব্য প্রকাশ করে বাক্যের মধ্য দিয়ে। এসব বাক্যে নানারকম বক্তব্য প্রকাশিত হয়।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা