বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ২ | রসায়ন ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. কোনটি রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা?

ক. বর্ণালির ব্যাখ্যা দিতে না পারা

খ. পরমাণুর চার্জশূন্যতা

গ. পরমাণুর ভর সঞ্চারণ

ঘ. নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভরের সমান

২২. বোর পরমাণু মডেলের ভিত্তি কোন তত্ত্ব?

ক. কোয়ান্টাম তত্ত্ব

খ. স্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ

গ. রাদারফোর্ডের মডেল

ঘ. থমসনের পুডিং মডেল

২৩. তড়িৎক্ষেত্র বর্ণালি রেখাগুচ্ছের বিভাজনকে কী বলা হয়?

ক. ফটো–ইলেকট্রিক প্রভাব

খ. স্টার্ক প্রভাব

গ. জিম্যান প্রভাব

ঘ. তড়িৎ চৌম্বকীয় প্রভাব

২৪. পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়?

ক. আউফবাউ নীতি

খ. কোয়ান্টাম বলবিদ্যা

গ. বোর পরমাণু মডেল

ঘ. রাদারফোর্ড পরমাণু মডেল

২৫. কোনটি শক্তিস্তরে অরবিটালসংখ্যা নির্ণয়ের সূত্র?

ক. 2(2n+1) খ. 2n+1

গ. 2n2 ঘ. n2

আরও পড়ুন

২৬. একটি অরবিটালে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকে?

ক. ২টি খ. ৬টি

গ. ১০টি ঘ. ১৪টি

২৭. পরমাণুর তৃতীয় শক্তিস্তরে মোট অরবিটাল সংখ্যা কত?

ক. ৩টি খ. ৪টি

গ. ৮টি ঘ. ৯টি

২৮. পরমাণুর f উপস্তরের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টি?

ক. একটি খ. তিনটি

গ. পাঁচটি ঘ. সাতটি

২৯. প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানা যায় কোনটি?

ক. পরমাণুর আকার

খ. ইলেকট্রনের ঘূর্ণন

গ. ত্রিমাত্রিক দিকবিন্যাস

ঘ. পরমাণুর আকৃতি

৩০. কোনো শক্তিস্তরে উপস্তরের সংখ্যা কয়টি?

ক. nটি খ. n2টি

গ. 2nটি ঘ. (2n+1)টি

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.ক ৩০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন