অক্সফোর্ড সেটার ফর ইসলামিক স্টাডিজ আগামী অক্টোবর ২০২৪ শিক্ষাবর্ষে দুটি ভিজিটিং ফেলোশিপ প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে।
ফেলোশিপ দুটি হবে ইসলাম অধ্যয়ন ও মুসলিম বিশ্বের যেকোনো বিষয়ে গবেষণার ওপর, বিশেষ করে নৃতত্ত্ব, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, সাহিত্য, দর্শণ, রাজনীতি, ধর্ম, সোশিওলজি, বিজ্ঞান ও সমাজের ওপর। ফেলোশিপের জন্য আবেদনকারীদের যথাযথ শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে। পোস্ট ডক্টরাল লেভেলের স্কলাররাও আবেদন করতে পারবেন।
যেসব সুবিধা পাওয়া যাবে
ভিজিটিং ফেলোশিপের স্টাইপেন্ড হবে ৫০০০ পাউন্ড।
এ ছাড়া ওয়ার্কিং স্পেস বা অফিস, কমনরুম মেম্বারশিপ, কেন্দ্রের ডাইনিং ও আবাসন সুবিধার জন্য সহযোগিতা করা হবে।
যারা আবেদন করতে পারবেন
সাধারণত দক্ষ শিক্ষাবিদ (Established Academics)-দের জন্য এই ফেলোশিপ হলেও পোস্টডক্টরাল স্কলাররাও আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া
স্ক্রীনিং, শর্টলিস্টিং এবং চূড়ান্ত ফলাফলের মাধ্যমে সমস্ত যোগ্য আবেদনকারীকে কেন্দ্রের ভিজিটিং ফেলোশিপ নির্বাচন কমিটি বাছাই করে থাকে।
ফেলোশিপ প্রাপ্তির ফলাফল সাধারণত মার্চের প্রথম দিকে জানানো হয়।
আবেদনের শেষ তারিখ: ৯ জানুয়ারি ২০২৪
যেসব কাগপত্র লাগবে
যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র (অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায়)
প্রস্তাবিত গবেষনার ব্যপারে বিস্তারিত লেখা (সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে)
পাবলিকেশন থাকলে তার নমুনা (সর্বোচ্চ ২টি)
সিভি
রিকমেন্ডেশন লেটার
ভিজিটিং ফেলো নির্বাচনের মানদণ্ড
আবেদনকারীর প্রকাশনার মান সহ একাডেমিক শ্রেষ্ঠত্বের প্রমাণ
কেন্দ্রের সামগ্রিক লক্ষ্য এবং গবেষণা অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রের সাথে আবেদনকারীর প্রস্তাবিত গবেষণার প্রাসঙ্গিকতা
অন্যান্য কেন্দ্রের ফেলো এবং/অথবা ভিজিটিং ফেলোদের সাথে অবদান রাখার এবং উপকৃত হওয়ার সম্ভাবনা
শর্টলিস্টিং পর্যায়ে আবেদনকারীদের সাথে যোগাযোগ করা হতে পারে।
প্রয়োজনে যোগাযোগ
আবেদনের জন্য ওয়েবসাইট: oxcis.ac.uk/form/visiting-fellowships-for-2024-25
সেন্টার ও অন্যান্য একাডেমিক সুবিধার তথ৵ জানতে ওয়েবসাইট: oxcis.ac.uk