[এর আগের প্রকাশিত লেখা: ভাষা]
বাক্যের নির্দেশানুসারে রূপান্তর করো
প্রশ্ন: তিনি আর নেই। (যৌগিক)
উত্তর: তিনি ছিলেন, কিন্তু এখন আর নেই।
প্রশ্ন: যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান। (সরল)
উত্তর: মাংসাশী পশু অত্যন্ত বলবান।
প্রশ্ন: বাংলাদেশের চিরস্থায়ীত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
উত্তর: বাংলাদেশ চিরস্থায়ী হোক।
প্রশ্ন: যারা ভালো ছেলে, তারা গুরুজনের কথা মেনে চলে। (সরল)
উত্তর: ভালো ছেলেরা গুরুজনের কথা মেনে চলে।
প্রশ্ন: যদিও সে দরিদ্র, তথাপি সে চরিত্রবান। (যৌগিক)
উত্তর: সে দরিদ্র কিন্তু চরিত্রবান।
প্রশ্ন: যদি পড়াশোনা না করো, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক বাক্য)
উত্তর: পড়াশোনা করো, নইলে ভবিষ্যৎ অন্ধকার।
প্রশ্ন: আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)
উত্তর: তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই।
প্রশ্ন: দেশের সেবা করবে। (নির্দেশাত্মক)
উত্তর: দেশের সেবা করা উচিত।
প্রশ্ন: তোমার দীর্ঘ জীবন কামনা করছি। (প্রার্থনাসূচক)
উত্তর: দীর্ঘজীবী হও।
প্রশ্ন: ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল)
উত্তর: যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়।
প্রশ্ন: মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞাসূচক)
উত্তর: মন দিয়ে লেখাপড়া করো।
প্রশ্ন: আজকাল সব জিনিসই দুর্লভ। (নেতিবাচক)
উত্তর: আজকাল কোনো জিনিসই সুলভ নয়।
প্রশ্ন: দেশের সেবা করা সকলের কর্তব্য। (অনুজ্ঞাসূচক)
উত্তর: সবাই দেশের সেবা করো।
প্রশ্ন: শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক)
উত্তর: শীতে দরিদ্র মানুষের কী কষ্ট!
প্রশ্ন: যা বার্ধক্য, তা সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (সরল বাক্য)
উত্তর: বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না।
প্রশ্ন: দয়া করে সব কথা খুলে বলুন। (যৌগিক বাক্য)
উত্তর: দয়া করুন এবং সব কথা খুলে বলুন।
প্রশ্ন: ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। (মিশ্র বাক্য)
উত্তর: যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
প্রশ্ন: লোভ পরিত্যাগ করলে সুখে থাকবে। (জটিল)
উত্তর: যদি লোভ পরিত্যাগ করো, তাহলে
সুখে থাকবে।
প্রশ্ন: আমার কথা বিশ্বাস করো; তোমার মঙ্গল হবে। (সরল)
উত্তর: আমার কথা বিশ্বাস করলে তোমার মঙ্গল হবে।
প্রশ্ন: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক)
উত্তর: মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে।
প্রশ্ন: ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)
উত্তর: ভুল কি সকলেই করে না?
প্রশ্ন: পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে। (জটিল)
উত্তর: যে পরিশ্রমী, সে–ই সাফল্য লাভ করে।
প্রশ্ন: পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল। (নেতিবাচক)
উত্তর: পঞ্জিকার পাতা উল্টানো বন্ধ থাকিল না।
প্রশ্ন: শৈশবে তার বাবা মারা যান। (প্রশ্নবাচক)
উত্তর: শৈশবেই কি তার বাবা মারা যাননি?
প্রশ্ন: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। (জটিল)
উত্তর: যখন সে সুসংবাদ পেল, তখন সে আনন্দিত হলো।
প্রশ্ন: একলা যেতে ভয় করবে না তো? (অস্তিবাচক)
উত্তর: একলা যেতে ভয় করবে কি না, জানতে চাই।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা