জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯টি মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসূহে ২০২৩ শিক্ষাবর্ষে ৯টি মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছ। অনলাইনে আবেদন ১৮ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

∎ মাস্টার্স (প্রফেশনাল) ৯টি কোর্স:

১. ব্যাচেলর অব এডুকেশন (বিএড)

২. ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড)

৩. ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড)

৪. ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড)

৫. এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

৬. মাস্টার অব এডুকেশন (এমএড)

৭. মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড)

৮. মাস্টার ফিজিক্যাল এডুকেশন (এমপিএড)

৯. এলএলবি শেষপর্ব

বিজ্ঞপ্তি - জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯টি মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি.pdf

∎ সাধারণ নির্দেশনা

  • ২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের স্নাতক পর্যায় উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তক মেধা তালিকা প্রণয়ন করা হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

  • প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কতৃ‌র্ক প্রদত্ত ছবি/কোন তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের Blank Data Entry Form এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

  • মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না।

∎ ভর্তির তথ্য জানতে ওয়েবসাইট: un.ac.bd/admissions