সংক্ষেপে জেনে রাখি - সৌর বছর, মহাকর্ষ বল, পার–অক্সাইড, অম্লীয় অক্সাইড
সৌর বছর
নিজ অক্ষের চারপাশে আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী একটি নির্দিষ্ট পথে সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করে। পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘন্টা। এ সময়কালকে ১ সৌর বছর বলে।
মহাকর্ষ বল
মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার এ পারস্পরিক আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে, আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ।
পার–অক্সাইড
যেসব অক্সাইডের অম্লীয় অথবা ক্ষারকীয় অক্সাইড অপেক্ষা অধিক পরিমাণে অক্সিজেন বর্তমান থাকে এবং লঘু শীতল খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পার–অক্সাইড উৎপন্ন করে, তাদেরকে পার–অক্সাইড বলে। যেমন: Na2O2, BaO2 ইত্যাদি।
অম্লীয় অক্সাইড
অধাতু যেসব অক্সাইড পানির সঙ্গে বিক্রিয়া করে এসিড ও ক্ষারের সঙ্গে লবণ উৎপন্ন করে তাদেরকে অম্লীয় বা অম্লধর্মী অক্সাইড বলে। যেমন: CO2, SO2, SO3, NO2, N2O5, P2P5 ইত্যাদি।