প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামীকাল ১৬ জুলাই মঙ্গলবার, ভূগোল ১ম পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে চতুর্থ পর্ব । ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
(৪র্থ পর্ব)
১. জলবায়ুর নিয়ামক কোনটি?
ক. বায়ুর চাপ খ. বায়ুপ্রবাহ
গ. সমুদ্রস্রোত ঘ. আর্দ্রতা
২. কোন অঞ্চলের বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে?
ক. সমুদ্র খ. মেরু
গ. পার্বত্য ঘ. মরু
৩. ঢাকার চেয়েও দার্জিলিংয়ের আবহাওয়া আরামদায়ক, কারণ কী?
ক. অক্ষাংশের জন্য খ. উচ্চতার জন্য
গ. বনভূমির কারণে ঘ. সমুদ্রের কারণে
৪. নিরক্ষরেখায় সারা বছর কোন ঋতু থাকে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
ঘ. শরৎ ঘ. শীত
৫. জলবায়ুর উপাদান কোনটি?
ক. বায়ুর তাপ খ. অক্ষাংশ
গ. দ্রাঘিমাংশ ঘ. উচ্চতা
৬. দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর দিক পরিবর্তিত হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. ফেরেলের সূত্র খ. উষ্ণতার পার্থক্য
গ. হিমালয় পর্বতে বাধা ঘ. আয়ন গতি
৭. সমুদ্র সমতল থেকে ওপরের দিকে বায়ুর ঘনত্ব কেমন হয়?
ক. বৃদ্ধি পায় খ. হ্রাস পায়
গ. স্থির থাকে ঘ. গতি বৃদ্ধি পায়
নিচের চিত্রটির আলোকে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৮. উদ্দীপকের A চিহ্নিত অঞ্চলের নাম কী?
ক. উষ্ণ মণ্ডল খ. নাতিশীতোষ্ণ মণ্ডল
গ. মেরু মণ্ডল ঘ. ক্রান্তীয় মণ্ডল
৯. সূর্যরশ্মির অতি তির্যক ভাবে পতনের ফলে প্রায় কম–বেশি বরফাচ্ছন্ন থাকে কোন মণ্ডল?
ক. উষ্ণ মণ্ডল খ. উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল
গ. উত্তর হিমমণ্ডল ঘ. দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল
১০. অশ্ব-অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে কোনটি?
ক. উত্তর আটলান্টিকের শান্তবলয়
খ. দক্ষিণ আটলান্টিকের শান্তবলয়
গ. নিরক্ষীয় নিম্নচাপ বলয়
ঘ. মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়
সঠিক উত্তর: ১.গ ২.ক ৩.খ ৪.ক ৫.ক ৬.ক ৭. খ ৮. খ ৯.গ ১০.ক
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আজাদ তার বাবার সঙ্গে সিলেট বেড়াতে যায়। সেখান থেকে সে জৈন্তাপুর পাহাড়ে বেড়াতে গিয়ে দেখল পাহাড়ের একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে হচ্ছে না।
১১. আজাদ কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল?
ক. পরিচলন বৃষ্টি খ. শৈলোৎক্ষেপ বৃষ্টি
গ. সংঘর্ষ বৃষ্টি ঘ. ঘূর্ণিবাত বৃষ্টি
১২. পাহাড়ের অপর ঢালে বৃষ্টি না হওয়ার কারণ—
i. বায়ুতে জলীয়বাষ্পের অভাব
ii. বায়ুর উষ্ণতা কম
iii.বায়ুতে জলীয়বাষ্প ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
১৪. ঘূর্ণিবাত বৃষ্টিপাত সৃষ্টি হয় কীসের জন্য?
ক. উচ্চচাপ খ. উচ্চ তাপ
গ. নিম্নচাপ ঘ. নিম্ন তাপ
১৫. দক্ষিণ এশিয়াতে ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
ক. হারিকেন খ. টর্নেডো
গ. টাইফুন ঘ. সাইক্লোন
১৬. ‘মিস্ট্রাল বায়ু’ কোথায় দেখা যায়?
ক. যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলে খ. আর্জেন্টিনার তৃণভূমিতে
গ. মিসরের দক্ষিণ অঞ্চলে ঘ. ফ্রান্সের রোন নদীর উপত্যকায়
১৭. অয়ন বায়ুর প্রভাবে সমুদ্রস্রোত কোন দিকে প্রবাহিত হয়?
ক. পূর্ব থেকে পশ্চিম খ. উত্তর থেকে দক্ষিণ
গ. পশ্চিম থেকে পূর্ব ঘ. দক্ষিণ-পূর্ব
১৮. মেঘ থেকে জলকণার ভূপৃষ্ঠে পতনকে কী বলে?
ক. তুষারপাত খ. বৃষ্টিপাত
গ. তুহিনপাত ঘ. শিশিরপাত
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভূপৃষ্ঠে বায়ুর কতিপয় চাপ বলয় রয়েছে। নিয়ত বায়ুর প্রবাহ এই সব চাপবলয় দ্বারা নিয়ন্ত্রিত। অক্ষাংশভেদে এই বায়ুর নাম ও গতিবেগ ভিন্ন। ৪০°–৪৭° দক্ষিণ অক্ষাংশের নিয়ত বায়ু একটি বিশেষ নামে পরিচিত।
১৯. ৪০°-৪৭° দক্ষিণ অক্ষাংশে কোন বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়?
ক. মেরু বায়ু খ. অয়ন বায়ু
গ. পশ্চিমা বায়ু ঘ. স্থানীয় চিনুক বায়ু
২০. চাপ বলয়গুলোর মধ্যে বায়ু আদান-প্রদান বা বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ—
i. উষ্ণতার তারতম্য
ii. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকা
iii.কোনো কারণে বায়ু প্রসারিত হয়ে চাপ কমা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ১১. খ ১২.ক ১৩. খ ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮. খ ১৯.গ ২০.ঘ
২১. কিউমুলোনিম্বাস মেঘ কীভাবে সৃষ্টি হয়?
ক. পরিবহনের মাধ্যমে খ. সঞ্চালনের মাধ্যমে
গ. পরিচলনের মাধ্যমে ঘ. অনুপ্রবেশের মাধ্যমে
নিচের চিত্রটির আলোকে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২২. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত স্থান কোন জলবায়ুর অন্তর্গত?
ক. মৌসুমি খ. নিরক্ষীয়
গ. মহাদেশীয় ঘ. ভূমধ্যসাগরীয়
২৩. উদ্দীকের ‘খ’ চিহ্নিত স্থানে অধিক বৃষ্টিপাতের কারণ—
i. বিষুবীয় অবস্থান
ii. বনভূমির অবস্থান
iii.মহাদেশীয় অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২৪. উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে?
ক. পরিচালন খ. ঘূর্ণিবাত
গ. শৈলোৎক্ষেপ ঘ. সংঘর্ষ
২৫. বাংলাদেশের কোন বিভাগে বছরে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়?
ক. চট্টগ্রাম খ. ময়মনসিংহ
গ. রংপুর ঘ. সিলেট
২৬. ITCZ শব্দের অর্থ কী?
ক. International Tropical Convergence Zone
খ. Internal Tropical Convergence Zone
গ. Inter Tropical Convergence Zone
ঘ. Internal Tropical Convergence Zone
২৭. সাধারণত কত ডিগ্রি অক্ষাংশে মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয়?
ক. ১২-১৫° খ. ১৬-২০°
গ. ১৫-৩০° ঘ. ৫৫-৭০°
২৮. শিলাবৃষ্টি হওয়ার কারণ কোনটি?
ক. মেঘ বৃষ্টি ওপরে ওঠা খ. মেঘ বেশি শীতল হওয়া
গ. ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া ঘ. মেঘের আকার বড় হওয়া
২৯. ঘূর্ণিঝড় সৃষ্টির প্রথম অবস্থায় আকাশে কোন ধরনের মেঘ দেখা যায়?
ক. সিরোস্ট্রাটাস খ. নিম্বাস
গ. ঝড়োপুঞ্জ ঘ. পালক
৩০. পৃথিবীকে কে প্রতম ৫টি তাপবলয়ে ভাগ করেন?
ক. নিউটন খ. পারমেসাইডস
গ. ওয়েগনার ঘ.হ্যারি হেস
সঠিক উত্তর: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭. গ ২৮.গ ২৯. ক ৩০. খ
উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘X’–এর বাড়ি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এ অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়।
৩১. উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
ক. পরিচলন খ. শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণিবাত ঘ. সংঘর্ষ
৩২. উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে সংঘটিত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হচ্ছে—
i. বিকেলে বৃষ্টি হয়
ii. কিউমুলোনিম্বাস মেঘ থেকে বৃষ্টি হয়
iii.এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. ক্রান্তীয় উচ্চচাপ বলয়টি দেখা যায় কত ডিগ্রি অক্ষাংশে?
ক. ০°-১০° উত্তর-দক্ষিণ খ. ২০°-৩০° উত্তর-দক্ষিণ
গ. ৩০°-৪০° উত্তর-দক্ষিণ ঘ. ৬০°-৭০° উত্তর-দক্ষিণ
৩৪. ‘অশ্বঅক্ষাংশ’ কোন বায়ুচাপ বলয়ের অন্তর্ভুক্ত?
ক. নিরক্ষীয় নিম্ন বলয় খ. ক্রান্তীয় উচ্চ বলয়
গ. মেরুবৃত্ত নিম্ন বলয় ঘ. মেরুদেশীয় বলয়
৩৫. বাংলাদেশের শীত ঋতুতে শীত অনুভূত হয়—
i. দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে
ii. বায়ুতে জলীয়বাষ্প থাকে না বলে
iii.দিনের তুলনায় রাত বড় বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে গর্জন করে?
ক. ৪০° দ.-৪২° দ. খ. ৪২° দ.-৪৫° দ.
গ. ৪০° দ.-৪৫° দ. ঘ. ৪০° দ.-৪৭° দ.
৩৭. বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
ক. ক্রান্তীয় মৌসুমি খ. নিরক্ষীয়
গ. ক্রান্তীয় মেরুদেশীয় ঘ. উষ্ণ নাতিশীতোষ্ণ
৩৮. সাহারা মরুভূমি সৃষ্টির কারণ কী ?
ক. দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু খ. উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
গ. উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘ. দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু
৩৯. বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত কী ধরনের?
ক. শৈলোৎক্ষেপ বৃষ্টি খ. পরিচলন বৃষ্টি
গ. সংঘর্ষ বৃষ্টি ঘ. ঘূর্ণিবাত বৃষ্টি
৪০. তাপমাত্রা কম হলে জলীয়বাষ্প ধারণক্ষমতা কেমন হবে?
ক. কমে
খ. বাড়ে
গ. প্রথমে বাড়ে, পরে কমে
ঘ. প্রথমে কমে, পরে বাড়ে
সঠিক উত্তর: ৩১.ক ৩২.ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা