সংক্ষেপে জেনে রাখি - সুযোগ ব্যয়, বাঙালির প্রথম সাহিত্যকর্ম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্বাধীনতার অভিভাবক

সুযোগ ব্যয়

সম্পদ সীমিত হওয়ার কারণে প্রায়ই কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যদিকে অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। এই ত্যাগের পরিমাণই হলো অন্য দ্রব্যটির ‘সুযোগ ব্যয়’। সুতরাং বলা যায়, হারানো সুযোগের সুবিধাই হচ্ছে সুযোগ ব্যয়।

বাঙালির প্রথম সাহিত্যকর্ম

বাঙালির প্রথম সাহিত্যকর্ম হলো চর্যাপদ। নেপালের রাজদরবার থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম এগুলো আবিষ্কার করেন। ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ চর্যাপদের কাল নির্ণয় করেন। প্রায় ১২০০ বছর আগে বৌদ্ধসাধকরা এগুলো লিখেছেন। বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুইপা, কাহ্নপা প্রমুখ।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং

জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে বংশাণু প্রকৌশল। ভিন্ন প্রকৃতির একাধিক ডিএনএ অণু পরস্পর সংযুক্ত করে জৈব পদ্ধতিতে কোনো জীবকোষে বা জীবদেহে প্রবেশ করানোর কৌশলই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রাকৃতিকভাবেও এটি হতে পারে। তবে দ্রুত ও অধিকতর ফল লাভের জন্য কৃত্রিমভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হয়।

স্বাধীনতার অভিভাবক

একটি রাষ্ট্রে আইন সব সময় স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। মা–বাবা যেমন অভিভাবক হিসেবে সন্তানদের সব বিপদ-আপদ থেকে রক্ষা করে নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সব ধরনের বিরোধী শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রের স্বাধীনতাকে রক্ষা করে।

আরও পড়ুন