হিসাববিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৫১. নগদান বই কাজ করে—

i. জাবেদার

ii. খতিয়ানের

iii. রেওয়ামিলের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব মফিজ ১ জানুয়ারি ২০২২ তারিখে নগদ ৫০,০০০ টাকা, ১০,০০০ টাকার সোফা সেট, ১০% ব্যাংক ঋণ ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকার প্রদেয় হিসাব নিয়ে ব্যবসায় শুরু করলেন।

৫২. মালিকানাস্বত্বের পরিমাণ হবে—

ক. ৩৫,০০০ টাকা খ. ৫৫,০০০ টাকা

গ. ৬০,০০০ টাকা ঘ. ৭৫,০০০ টাকা

৫৩. জনাব মফিজ ১০% ব্যাংক ঋণ নেওয়ায় ব্যবসায়ের কোন হিসাব খাত প্রভাবিত হবে?

ক. মফিজ হিসাব ও ১০% ব্যাংক ঋণ হিসাব

খ. মালিকানাস্বত্ব ও ১০% ব্যাংক ঋণ হিসাব

গ. ১০% ব্যাংক ঋণ হিসাব

ঘ. নগদান ও ১০% ব্যাংক ঋণ হিসাব

৫৪. ডেবিট নোট কে তৈরি করে?

ক. ক্রেতা খ. সরবরাহকারী

গ. উত্পাদক ঘ. বিক্রেতা

৫৫. প্রকৃত জাবেদায় কোন লেনদেনটি লিপিবদ্ধ করা হবে—

ক. ধারে পণ্য ক্রয়

খ. বাকিতে যন্ত্রপাতি ক্রয়

গ. নগদ ক্রয়

ঘ. ধারে পণ্য বিক্রয়

৫৬. কোন বইকে সব ‘বইয়ের রাজা’ বলা হয়?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. ক্রয় বহি ঘ. বিক্রয় বহি

৫৭. ‘c/d’–এর পূর্ণরূপ কোনটি?

ক. carried down

খ. credit discount

গ. carried discount

ঘ. credit down

৫৮. কোনটি হিসাবের স্থায়ী ধাপ?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. বিশেষ জাবেদা ঘ. রেওয়ামিল

৫৯. ডেবিট নোটে উল্লেখ থাকে—

i. মালের পরিমাণ

ii. মালের দর

iii. কারবারি বাট্টা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. ‘অগ্রদত্ত’ বলতে কী বোঝায়?

ক. অগ্রিম দেওয়া খ. অগ্রিম খরচ

গ. আগাম আয় ঘ. ধারে লেনদেন

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১.ক ৫২.খ ৫৩.ঘ ৫৪.ক ৫৫.খ ৫৬.খ ৫৭.ক ৫৮.খ ৫৯.ঘ ৬০.ক

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা