রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সন্ধ্যাকালীন এমএ প্রোগ্রামে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগে জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম ব্যাচে ১ বছর মেয়াদি দুইটি এমএ প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে। 

প্রোগ্রামসমূহ

  • ১ বছর মেয়াদি এমএ ইন ইংলিশ (২ সিমেস্টার)

  • ১ বছর মেয়াদি এমএ ইন ইএলটি (২ সিমেস্টার)

আবেদনের যোগ্যতা

সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সকল ক্ষেত্রে ন্যূনতম নিন্মোল্লিখিত পয়েন্ট থাকতে হবে:

  • এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

  • এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

  • বিএ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/ তৃতীয় শ্রেণি

**যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই তবে তাদেরকে নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।

জেনে রাখুন

  • নির্ধারিত ফরমে আবেদন করতে হবে

  • আবেদনপত্র জমা দেয়ার তারিখ: ১৩ জুলাই ২০২৩ পর্যন্ত

  • ১৩ জুলাই তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না

  • আবেদন ফরম এর মূল্য: ৫০০/- (পাঁচশত) টাকা নগদ অথবা বিকাশের মাধ্যমে ৫১০/- (পাঁচশত দশ) টাকা পাঠাতে হবে

  • আবেদন ফরম ইংরেজি বিভাগের অফিস থেকে অথবা অনলাইন ঠিকানা থেকে সংগ্রহ করতে হবে

  • পূরণকৃত আবেদনপত্র সরাসরি অফিসে অথবা অনলাইন ঠিকানায় পাঠাতে হবে

এম.এ. প্রোগ্রামে ভর্তিচ্ছু সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাশ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ: ২১ জুলাই ২০২৩

ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ: ২৫ জুলাই ২০২৩

ভর্তি: ২৬ জুলাই ২০২৩ থেকে ১৪ আগষ্ট ২০২৩ পর্যন্ত

ক্লাস শুরু: ১৮ আগষ্ট ২০২৩, বেলা ১১.০০টা

ভর্তি পরীক্ষার সময়: সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা, স্থান: ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন

ভর্তি পরীক্ষার পূর্ণমান: ৫০ (Composition: 25, Comprehension : 25), পাশ নম্বর: ২০

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সকল কাগজপত্র জমা দিতে হবে:

১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান)/পাশ কোর্স পাশের (১) নম্বরপত্র, (২) সনদপত্র এবং (৩) নিবন্ধনপত্রের সত্যায়িত ফটোকপি

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধন এর কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি 

যে কোন প্রয়োজনে অফিস সময়ে যোগাযোগ করুন: 

  • প্রফেসর ড. মোহা. সাখাওয়াত হোসেন, এমএ ইন ইংলিশ লিটারেচার প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোন: ০১৭১৫৬৫০১৭৫

  • জনাব মো. অসিউজ্জামান, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি) প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফোন: ০১৭৪২১৯১৩৪৪

  • মাসুম আহমেদ, অফিস সহকারী, ইংরেজি বিভাগ, ফোন: ০১৭১২৯৮২৫৪৭

অনলাইন ঠিকানাসমূহ:

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: ru.ac.bd/notices (সন্ধ্যাকালীন ভর্তি বিজ্ঞপ্তির জন্য)

ইংরেজি বিভাগের ওয়েবসাইট ru.ac.bd/english

সন্ধ্যাকালীন এমএ প্রোগ্রামের ফেইসবুক পেইজ facebook.com/evengru

অনলাইনে আবেদনপত্র পাঠানোর ই-মেইল আইডি: [email protected]

আরও পড়ুন