এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭)
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
পরিচ্ছদ ২৬
১১. কোন নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
ক. কেতা খ. টো/টুকু
গ. গাছি ঘ. গুলিন
১২. ‘সারাটি বিকেল তোমার আশায় বসে আছি’—এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক. নিরর্থক ভাব খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা
১৩. ‘পোয়াটুকু দুধ দাও’—এ বাক্যে ব্যবহৃত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা ঘ. অতিনির্দিষ্টতা
১৪. ‘পরিমাণের স্বল্পতা’ বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
ক. টুকু খ. টা
গ. গুলো ঘ. এক
১৫. কোন নির্দেশকটি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য?
ক. গাছা খ. পাটি
গ. গাছি ঘ. গোটা
১৬. ‘নির্দেশক’ সাধারণত পদের কোথায় বসে?
ক. শেষে খ. প্রথমে
গ. মাঝে ঘ. আদি ও অন্তে
১৭. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো?
ক. কেতা, পাটি খ. গোটা, টা
গ. খানা, টুকু ঘ. গুলো, গুলি
সঠিক উত্তর
পরিচ্ছদ ২৬: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা