অধ্যায় ১
২২. প্রশ্ন: ভারত শরণার্থীদের কীভাবে সাহায্য করেছিল? মুক্তিযুদ্ধে ভারত আমাদের কীভাবে সাহায্য করেছিল?
উত্তর: মুক্তিযুদ্ধে ভারত আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দেশ থেকে বহু মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার আশ্রয় নেওয়া বাংলাদেশিদের খাবার, থাকার ব্যবস্থা, বস্ত্র ও চিকিত্সাসেবা দিয়ে সাহায্য করে।
মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে। ‘অপারেশন জ্যাকপট’ নামক আক্রমণে মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং
অরোরার নেতৃত্বে মিত্রবাহিনী ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে মিলে যৌথবাহিনী গঠন করে। মুক্তিযুদ্ধে দুই দেশের এই উদ্যোগ আমাদের বিজয় অর্জনকে সহজ করে দেয়।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান বিমানবাহিনী হঠাৎ করেই ভারতের কয়েকটি বিমানঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে যৌথবাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে আক্রমণ করে। যৌথ বাহিনীর তীব্র আক্রমণে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর ফলে আমরা মাত্র ৯ মাসের যুদ্ধে বিজয় অর্জন করি।
২৩. প্রশ্ন: মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কী ছিল? সাধারণ মানুষ কীভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নারীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আবার অনেক নারী খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন।
এ দেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। পুরুষরা সরাসরি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে সবাই সবসময় সচেষ্ট থেকেছেন। এ দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা