খতিয়ান ও জাবেদা - হিসাববিজ্ঞান, অধ্যায় ৭ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

১. খতিয়ানকে কী বলা হয়?

ক. খতিয়ান খসড়া বই 

খ. হিসাবের সহকারী বই

গ. হিসাবের পাকা বই 

ঘ. হিসাবের বিবরণী বই

২. খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?

ক. লিপিবদ্ধকরণ খ. শ্রেণিবিন্যাসকরণ

গ. পোস্টিং  ঘ. ব্যালেন্সিং

৩. লেনদেনগুলোর সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?

ক. জাবেদা খ. রেওয়ামিল

গ. খতিয়ান ঘ. বিশদ আয় বিবরণী

৪. খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কোনটি?

ক. হিসাবের সংক্ষিপ্তকরণ 

খ. গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ 

গ. হিসাবগুলোকে শ্রেণিবদ্ধ ও সারিবদ্ধভাবে লিপিবদ্ধকরণ 

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 

৫. খতিয়ানের আধুনিক চলমান জের ছকে কয়টি টাকার ঘর থাকে?

ক. তিনটি খ. চারটি 

গ. ছয়টি  ঘ. সাতটি

৬. আধুনিক কালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?

ক. চলমান জের ছক 

খ. টি ছক 

গ. হিসাবের নতুন ছক 

ঘ. আধুনিক ছক

৭. কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়?

ক. ব্যাংক হিসাব

খ. আসবাবপত্র হিসাব 

গ. দেনাদারের হিসাব 

ঘ. নগদান হিসাব

৮. খতিয়ানকে নির্ভুল রাখার জন্য প্রাথমিকভাবে কোন হিসাব বইটি বেশি প্রয়োজন?

ক. জাবেদা বই

খ. নগদান বই 

গ. ক্রয় ফেরত বই

ঘ. বিক্রয় ফেরত বই

৯. রেওয়ামিল ও চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয় কিসের সাহায্যে?

ক. নগদান হিসাব খ. জাবেদা 

গ. খতিয়ান ঘ. ক্রয় বই

১০. কোন হিসাবটি বাধ্যতামূলক?

ক. ঘটনা খ. জাবেদা 

গ. খতিয়ান ঘ. রেওয়ামিল

১১. জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কীভাবে?

ক. ক্রয় দ্বারা খ. বিক্রয় দ্বারা 

গ. উত্তোলন দ্বারা ঘ. উদ্বৃত্ত দ্বারা

১২. ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কোনটি?

ক. সম্পদ ও খরচ খ. আয় ও ব্যয় 

গ. আয় ও দায় ঘ. সম্পদ ও দায়

১৩. হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?

ক. সমতা খ. জের টানা 

গ. হিসাব সংরক্ষণ ঘ. সমতাপ্রাপ্ত

১৪. ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি?

ক. সম্পদ খ. ব্যয় 

গ. আয় ঘ. উত্তোলন

১৫. সাধারণত কোনটির ডেবিট ব্যালেন্স হয়?

ক. বিক্রয় হিসাব খ. দেনাদার হিসাব 

গ. ঋণ হিসাব ঘ. মূলধন হিসাব

১৬. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পদ ক্রয় করলে কোন হিসাব ক্রেডিট হবে?

ক. নগদান হিসাব খ. ক্রয় হিসাব 

গ. আসবাবপত্র হিসাব ঘ. মূলধন হিসাব

১৭. হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে কী প্রকাশ করবে?

ক. ডেবিট উদ্বৃত্ত খ. ক্রেডিট উদ্বৃত্ত 

গ. সম্পদ ঘ. খরচ

১৮. সি/ডি বলতে কী বোঝায়?

ক. সম্মুখে নীত খ. ওপর থেকে আনীত 

গ. নিচে নীত ঘ. পেছন থেকে আনীত

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা