এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
৪১. স্বাস্থ্যসংক্রান্ত সব দায়দায়িত্ব পালনে কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক. ব্যক্তির খ. পরিবারের
গ. চিকিৎসকের ঘ. হাসপাতালের
৪২. বিবাহ ও পরিবার সমাজের কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. একক খ. মৌলিক
গ. যৌগিক ঘ. সহায়ক
৪৩. বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন করা হয়?
ক. ১৯৮০ সালে খ. ১৮৯১ সালে
গ. ১৯৮২ সালে ঘ. ১৯৮৩ সালে
৪৪. কীভাবে একজন মানুষের মৌলিক গুণাবলির বিকাশ সাধিত হয়?
ক. ব্যক্তির মাধ্যম খ. দলের মাধ্যমে
গ. বন্ধুদের মাধ্যমে ঘ. পরিবারের মাধ্যমে
৪৫. আদর্শ মূল্যবোধের শিক্ষা শিশু কোথায় থেকে আয়ত্ত করে?
ক. পরিবার খ. বিদ্যালয়
গ. মক্তব ঘ. বিশ্ববিদ্যালয়
৪৬. শিশুকে সামাজিকীকরণের শিক্ষা দিয়ে থাকে কোনটি?
ক. বন্ধুদল খ. বিদ্যালয়
গ. পরিবার ঘ. সমিতি
৪৭. কিসের মাধ্যমে মানুষ সমাজে প্রচলিত সংস্কৃতির ধারার সঙ্গে পরিচিত হয়?
ক. পরিবার খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. গণমাধ্যম ঘ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৪৮. অবৈধ বিবাহ প্রতিরোধে সমাজকর্মী কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন?
ক. সমষ্টি সমাজকর্ম খ. সামাজিক গবেষণা
গ. দল সমাজকর্ম ঘ. সামাজিক কার্যক্রম
৪৯. মানব সমাজের সঙ্গে ধর্মের সম্পর্ক কী রূপ?
ক. প্রতিযোগিতামূলক
খ. নিবিড়
গ. বিপরীতমুখী
খ. পরিপূরক
৫০. ‘Religere’ শব্দের অর্থ কী?
ক. আশীর্বাদ খ. বন্ধন
গ. আত্মীয় ঘ. প্রার্থনা
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.খ ৪২.খ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ক ৪৬.গ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.খ ৫০.খ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা