এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বায়ান্নর দিনগুলো : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

১১. মহিউদ্দিন চরিত্রের মাধ্যমে কোন বিষয়টি উপস্থাপন করা হয়েছে?

ক. সহযোদ্ধা খ. সহকর্মী

গ. বন্ধুত্ব ঘ. মানবতাবোধ

১২. বায়ান্নর দিনগুলো রচনায় পাকিস্তানিরা কাদের প্রতিনিধিত্ব করে?

ক. নির্যাতিত খ. শোষক

গ. মিত্র ঘ. উচ্চবর্ণ

১৩. মহিউদ্দিন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য হলো—

i. মুসলিম লীগের সদস্য

ii. বঙ্গবন্ধুর সহকর্মী

iii. সামরিক কর্মকর্তা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

১৪. মাতৃভাষা রক্ষার্থে রক্তদানকারী জাতি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. বাঙালি খ. ভারতীয়

গ. ফরাসি ঘ. আরবীয়

১৫. পাকিস্তানি শাসকগোষ্ঠীর ক্ষেত্রে কোন বিষয়টি প্রযোজ্য?

ক. ঐতিহ্যপ্রিয় খ. সংস্কৃতিমনা

গ. অত্যাচারী ঘ. সুশাসক

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রাজনীতিতে নেতা-কর্মীরা নানা সময় নানা রকম কৌশল ধারণ করে। কখনো বা সরাসরি সরকারি দলের অন্যায়ের প্রতিবাদ করে, আবার কখনো বা চাপে পড়ে আত্মগোপনে থেকে লড়াই চালিয়ে যায়।

১৬. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন রচনার অধিকতর মিল রয়েছে?

ক. জনারণ্যে

খ. সৌদামিনী মালো

গ. বায়ান্নর দিনগুলো

ঘ. তাজমহল

১৭. উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত ওই রচনার মিলের প্রসঙ্গটি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য—

ক. সরকারদলীয় চাপ

খ. বিরোধী দলের বিশৃঙ্খলা

গ. রাজনৈতিক কৌশল

ঘ. নিঃস্বার্থ জনসেবা

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

‘মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ,

তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।

১৮. উদ্দীপকের পিতার সঙ্গে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন চরিত্রটি তুলনীয়?

ক. শেখ মুজিবুর রহমান

খ. মহিউদ্দিন

গ. বঙ্গবন্ধুর পিতা

ঘ. খয়রাত হোসেন

১৯. উক্ত চরিত্রদ্বয়ে কোন বিষয়টি বিদ্যমান?

ক. খোদাভক্তি খ. সন্তানবাৎসল্য

গ. ধর্মচেতনা ঘ. আত্মদান

২০. শেখ মুজিবুর রহমানের বহুবার কারাবরণ করার কারণ—

i. ভাষা আন্দোলনে যোগদান

ii. গণতান্ত্রিক আন্দোলনে যোগদান

iii. আন্দোলনে যোগদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো : ১১.ঘ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)