গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-৮)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

সকল পূর্ণসংখ্যার সমাধান বের করো: 1/x + 1/y = 1/2

সমাধান:

দেওয়া আছে,  1/x + 1/y = 1/2

বা, (y + x)/xy = 1/2

বা, 2x + 2y = xy

বা, xy – 2x – 2y = 0

বা, xy – 2x – 2y + 4 = 4     [উভয়পক্ষে 4 যোগ করে]

বা, x(y – 2) – 2(y – 2) = 4

বা, (x – 2)(y – 2) = 4

এখন, x ও y পূর্ণসংখ্যা বলে (x – 2) ও (y – 2) রাশিগুলোও পূর্ণসংখ্যা হবে। তাহলে, (x – 2)(y – 2) = 4 কে কতগুলো কেইসে সাজিয়ে পাই—

কেইস–১: (x – 2)(y – 2) = 4 × 1

কেইস–২: (x – 2)(y – 2) = 1 × 4

কেইস–৩: (x – 2)(y – 2) = 2 × 2

কেইস–৪: (x – 2)(y – 2) = (–4) × (–1)

কেইস–৫: (x – 2)(y – 2) = (–1) × (–4)

কেইস–৬: (x – 2)(y – 2) = (–2) × (–2)

কেইস–১ থেকে পাই— x – 2 = 4 এবং y – 2 = 1

∴ (x , y) = (6 , 3)

কেইস–২ থেকে পাই— x – 2 = 1 এবং y – 2 = 4

∴ (x , y) = (3 , 6)

কেইস–৩ থেকে পাই— x – 2 = 2 এবং y – 2 = 2

∴ (x , y) = (4 , 4)

কেইস–৪ থেকে পাই— x – 2 = –4 এবং y – 2 = –1

∴ (x , y) = (–2 , 1)

কেইস–৫ থেকে পাই— x – 2 = –1 এবং y – 2 = –4

∴ (x , y) = (1 , –2)

কেইস–৬ থেকে পাই— x – 2 = –2 এবং y – 2 = –2

∴ (x , y) = (0 , 0)

আমরা ৬টি কেইস থেকে ৬ রকম উত্তর পেলাম । কিন্তু (x , y) = (0 , 0) উত্তরটি গ্রহণযোগ্য নয়। কারণ x ও y এর মান মূল সমীকরণকে সিদ্ধ করে না।

∴ নির্ণয় গ্রহণযোগ্য মান : (x , y) = (6 , 3) , (3 , 6) , (4 , 4) , (–2 , 1) , (1 , –2)

আরও পড়ুন