রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা বিষয়ক স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজে নিচের প্রোগ্রামগুলোতে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

(ক) ১ বছর মেয়াদি MA in ELT/EL

(খ) ২ বছর মেয়াদি MA in ELT

(গ) PGD in ELT

*ওপরের তিনটি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নিচের বিজ্ঞপ্তিতে দেখুন।


(ঘ) ৬ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স:

ক. সার্টিফিকেট কোর্স ইন ইংলিশ (লেভেল-১, লেভেল-২)

খ. সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ (লেভেল-১, লেভেল-২)

গ. সার্টিফিকেট কোর্স ইন জার্মান (লেভেল-১, লেভেল-২)

ঘ. সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ

ঙ. সার্টিফির্কেট কোর্স ইন চায়নিজ

চ. সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান

ছ. ইংলিশ ফর নার্সেস

*৬ মাস মেয়াদি কোর্সগুলোতে ভর্তির জন্য এইচএসসি (সমমান) পাস হলেই আবেদন করতে পারবেন।

আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ: ১৩ জুলাই

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৪ জুলাই, শুক্রবার, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ: ২২ জুলাই থেকে।


বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ru.ac.bd

আরও পড়ুন