[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ২
৫৮. মাশরুম কোন রোগের জন্য উপকারী?
ক. হৃদ্রোগ খ. জন্ডিস
গ. আলসার ঘ. ডায়রিয়া
৫৯. দেশের কোথায় মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে?
ক. সাভারে খ. গাজীপুরে
গ. সাতক্ষীরায় ঘ. রংপুরে
৬০. মাশরুম কী?
ক. ব্যাঙের ছাতা খ. বিষাক্ত ছত্রাক
গ. ছত্রাক ঘ. খাবারযোগ্য ছত্রাক
৬১. একটি দেশের মূল ভূখণ্ডের কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?
ক. ১৮ ভাগ খ. ২০ ভাগ
গ. ২৫ ভাগ ঘ. ৩২ ভাগ
৬২. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজন—
i. বনায়ন কর্মসূচি
ii. কৃষিজমি সংরক্ষণ
iii. পরিবেশ সংরক্ষণ আইন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. চারা উৎপাদনের ভিত্তিতে নার্সারি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৭ প্রকার
৬৪. কৃষিপণ্য বিপণনে কৃষকেরা যেসব সমস্যার সম্মুখীন হয়—
i. দালালের দৌরাত্ম্য
ii. যাতায়াত ব্যবস্থা অনুন্নত
iii. গুদামজাতকরণে অসুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. Golden Fibre বলা হয় কোনটিকে?
ক. পাট খ. তুলা
গ. চিংড়ি ঘ. ধান
৬৬. উৎপাদনের ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৬৭. মাশরুম খাওয়ার উপযোগী হয় কত দিনে?
ক. ৫-৭ দিন খ. ৭-১০ দিন
গ. ৮-১২ দিন ঘ. ১০-২০ দিন
৬৮. ‘কৃষি ব্যাংক’ কৃষিঋণের কোন ধরনের উৎস?
ক. প্রাতিষ্ঠানিক খ. অপ্রাতিষ্ঠানিক
গ. সরকারি ঘ. বেসরকারি
৬৯. কোনটি চাষে কৃষিজমির প্রয়োজন হয় না?
ক. ধান খ. গম
গ. মাশরুম ঘ. পাট
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫৮.ক ৫৯.ক ৬০.ঘ ৬১.গ ৬২.ঘ ৬৩.ক ৬৪.ঘ ৬৫.ক ৬৬.ক ৬৭.খ ৬৮.ক ৬৯.গ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা
[পরবর্তী দিনের লেখা]