শিখন অভিজ্ঞতা ১
প্রভাব: কোনো তথ্য যদি নিজস্ব পরিমণ্ডলের মধ্যে না হয়, কিন্তু ওই তথ্য অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলে, তখন তা সংবাদ হয়ে ওঠে। প্রভাব অনেক রকম হতে পারে, যেমন অর্থনৈতিকভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত, আবেগের সঙ্গে সম্পর্কিত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত।
ভারসাম্যতা: কোনো ঘটনায় যদি একাধিক বা তার বেশি পক্ষ সম্পর্কিত থাকে, তবে ওই ঘটনার ওপর তৈরি সংবাদে সব পক্ষের মতামত বা তথ্য থাকতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে কেউ অভিযোগ করে, তবে শুধু সেই অভিযোগ নিয়েই একটি তথ্য প্রকাশ করলে, সেটি একটি মানসম্মত সংবাদ বলে বিবেচিত হবে না। অভিযোগকারী এবং অভিযুক্ত কর্তৃপক্ষ দুই পক্ষেরই মতামত নিয়ে সংবাদটি প্রকাশ বা পরিবেশন করতে হবে।
আমরা জেনে রাখলাম, যখন আমরা কোনো সংবাদ পরিবেশন করব, তখন কোন কোন বিষয় আমাদের বিবেচনা করতে হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কোনো কাজ, জীবনযাপন বা বক্তৃতাও আকর্ষণীয় সংবাদ হয়ে উঠতে পারে। খেলোয়াড়, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচ্য।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন, তা হলো ৬ক। একটি সংবাদে ‘কী’, ‘কে’, ‘কোথায়’, ‘কখন’, ‘কীভাবে’, ‘কেন’—এই ছয় প্রশ্নের উত্তর থাকলে সংবাদটি পরিপূর্ণতা পায়। এ ছাড়া সংবাদ বা ঘটনাটির সঙ্গে সম্পর্কিত উপাত্ত, ছবি, ভিডিও সংবাদের সঙ্গে যুক্ত করলে এটি আরও বেশি বেশি গ্রহণযোগ্য ও আকর্ষণীয় হয়। সংবাদের কাঠামোকে উল্টো পিরামিডের সঙ্গে তুলনা করা হয়।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা