জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি - অর্থনীতি ১ম পত্র, অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

৪৯. প্ররোচিত বিনিয়োগ রেখা কেমন?

   ক. ঊর্ধ্বগামী  খ. নিম্নগামী

   গ. সমান্তরাল  ঘ. আড়াআড়ি

৫০. একটি দেশের সকল ব্যক্তি বা পরিবারবর্গের চলতি আয়কে কী বলা হয়?

ক. জাতীয় আয় খ. দেশজ আয়

গ. অর্থনৈতিক আয় ঘ. ব্যক্তিগত আয়

৫১. ব্যক্তিগত আয় - ব্যক্তিগত কর =? 

ক. জাতীয় আয় খ. ব্যয়যোগ্য আয়

গ. অর্থনৈতিক আয় ঘ. ব্যক্তিগত আয়

৫২. মোট জাতীয় আয় ও মোট জনসংখ্যা—এ দুইয়ের অনুপাত দ্বারা কী প্রকাশ পায়?

ক. মাথাপিছু আয় খ. ব্যক্তিগত আয় 

গ. অর্থনৈতিক আয় ঘ. নিট জাতীয় আয়

৫৩. NEW–এর পূর্ণরূপ কী?

ক. Nation Economic Welfare

খ. National Economic Welfare

গ. Net Economic Work

ঘ. Net Economic Welfare

৫৪. CPI বলতে কী বোঝানো হয়?

ক. দামসূচক খ. মূল্যসূচক

গ. ভোক্তার দামসূচক ঘ. উত্পাদকের দামসূচক

৫৫. জাতীয় আয়ের চক্রাকার প্রবাহের মূল দুটি খাত কী কী?

ক. কৃষি খাত ও শিল্প খাত খ. আর্থিক খাত ও প্রকৃত খাত

গ. ব্যাংকিং খাত ও রাজস্ব খাত ঘ. পরিবার খাত ও ব্যবসা খাত

৫৬. জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি কয়টি?

ক. ২টি খ. ৩টি 

গ. ৪টি ঘ. ৫টি

৫৭. জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না কোনটি?

   ক. দুর্যোগকালীন ঋণ  খ. বিশেষ ঋণ

   গ. বৈদেশিক ঋণ  ঘ. যুদ্ধকালীন ঋণ

৫৮. জাতীয় আয় পরিমাপে একই দ্রব্য একাধিকবার গণনায় অন্তর্ভুক্ত হওয়াকে কী বলা হয়?

ক. দ্বৈত সমস্যা খ. গণনা সমস্যা

গ. দ্বৈত গণনা সমস্যা ঘ. জাতীয় গণনা সমস্যা

৫৯. কোনটি প্রাথমিক দ্রব্য?

ক. তুলা খ. রুটি 

গ. পোশাক ঘ. চাল

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৪৯. ক ৫০. ঘ ৫১. খ ৫২. ক ৫৩. ঘ ৫৪. গ ৫৫. ঘ ৫৬. খ ৫৭. ঘ ৫৮. গ ৫৯. ক

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা