এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

২১. সমাজ কাঠামোর উপাদান—

i. মূল্যবোধ

ii. প্রতিষ্ঠান

iii. চিত্তবিনোদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. লোকাচারের তুলনায় লোকরীতি—

i. বেশি গুরুত্বপূর্ণ

ii. বেশি স্থায়ী

iii. বেশি সম্পৃক্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ‘দেশকে ভালোবাসা’ কী?

ক. লোকাচার খ. প্রথা

গ. লোকরীতি ঘ. লোককথা

২৪. সমাজবিজ্ঞানী সানমার দলকে কয় ভাগে ভাগ করেছেন?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

২৫. ‘Folkways’ অর্থ কী?

ক. প্রথা খ. লোকাচার

গ. লোকরীতি ঘ. লোকসংগীত

২৬. নিচের কোনটি সামাজিক নিয়ন্ত্রণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

ক. ব্যক্তিত্ব খ. পৌরাণিক কাহিনি

গ. ধর্ম ঘ. শিল্পকলা

২৭. সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন কোনটি?

ক. রাষ্ট্র

খ. লোকাচার ও লোকরীতি

গ. পরিবার

ঘ. জনমত

২৮. কোনো বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য কোনটি গড়ে ওঠে?

ক. পরিবার খ. সমাজ

গ. সংঘ ঘ. প্রতিষ্ঠান

২৯. সমাজবিজ্ঞানের ‘কেন্দ্রীয় প্রত্যয়’ কোনটি?

ক. মানুষ খ. সমাজকাঠামো

গ. সম্প্রদায় ঘ. প্রতিষ্ঠান

৩০. ‘ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিতে চাষবাস করত’—উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. আদিম সাম্যবাদী সমাজ

খ. দাস সমাজ

গ. সামন্ত সমাজ

ঘ. পুঁজিবাদী সমাজ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.ঘ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.গ

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন