এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৯১. ফটোশপ নতুন ফাইলের মাপ নির্ধারণে ব্যবহৃত একক কোনটি?
ক. Inches খ. Points
গ. pixel ঘ. সবগুলো
৯২. ফটোশপে ফাইলের মাপনির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?
ক. points খ. cm
গ. inches ঘ. pixel
৯৩. ছবির বগার্কার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?
ক. ইঞ্চি খ. বর্গ
গ. পিক্সেল ঘ. সেন্টিমিটার
৯৪. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
ক. ৫০৮০ খ. ৫১৮৪
গ. ৮১০০ ঘ. ১৬৯০০
৯৫. ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল কথাটির অর্থ কী?
ক. প্রতি ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ
খ. ছবি ফেটে যাওয়া
গ. ইমেজের বর্গাকার একক
ঘ. এক ইঞ্চিতে আড়াআড়ি ও খাড়াখাড়ি ৭২টি পিক্সেলের ৭২টি করে লাইন
৯৬. RGB শব্দের অর্থ কী?
ক. Red Gradient Blue
খ. Red Green Bitmap
গ. Red Grayscale Blue
ঘ. Red Green Blue
৯৭. শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে?
ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড
খ. কালার মোড
গ. প্যালেট
ঘ. ডকুমেন্ট
৯৮. ফটোশপে কাজ করার জন্য কত প্রকার tool রয়েছে?
ক. ৫৯ খ. ৬৯
গ. ৭৯ ঘ. ৮৯
৯৯. ফটোশপে বিভিন্ন প্রকার প্যালেটের অবস্থান কোথায়?
ক. পর্দার নিচে খ. পর্দার ডান পাশে
গ. মেনু বারে ঘ. স্ক্রলবারে
১০০. ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয় কোনটি?
ক. প্যালেট খ. টুলবক্স
গ. কালার মোড ঘ. সবগুলো
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৯১.ঘ ৯২.ঘ ৯৩.গ ৯৪.খ ৯৫.ঘ ৯৬.ঘ ৯৭.ক ৯৮.খ ৯৯.খ ১০০.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা