বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) : অধ্যায় ৩ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৬১. সাধারণ বৃত্তির ক্ষেত্রে—

i. মেয়াদের শেষে কিস্তি প্রদান করা হয়

ii. অগ্রিম বৃত্তির চেয়ে এক মেয়াদ কম নিয়োজিত থাকে

iii. অনির্দিষ্টকাল কিস্তি প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. PVIF–এর পূর্ণ অর্থ কী?

ক. Present value immediate factor

খ. Present value insurance factor

গ. Present value interest factor

ঘ. Present Value installment Factor

৬৩. অর্থায়নে অর্থের সময় মূল্যের ধারণা গুরুত্বপূর্ণ, কারণ—

i. বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা

ii. মূলধন ব্যয় নির্ধারণ

iii. ভোক্তা আচরণ বিশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. FVIF-এর পূর্ণ অর্থ কী?

ক. Finance Value Interest Factor

খ. Financial Value Interest Factor

গ. Future Value Interest Factor

ঘ. Future Value Insurance Factor

৬৫. ৫% সরল সুদে ১০,০০০ টাকা ৪ বছরের জন্য বিনিয়োগ করলে কত টাকা সুদ পাওয়া যাবে?

ক. ২,০০০ টাকা খ. ৪,০০০ টাকা

গ. ৬,০০০ টাকা ঘ. ১২,০০০ টাকা

আরও পড়ুন

৬৬. ১৫,০০০ টাকার ৭% সরল সুদে ৬ বছরের মোট সুদ কত?

ক. ৬,৩০০ টাকা খ. ২১,৩০০ টাকা

গ. ৬৩,০০০ টাকা ঘ. ৬৭,০০০ টাকা

৬৭. ৫% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকার ৪ বছর পরে বৃদ্ধি পেয়ে কত হবে?

ক. ১২,০০০.০৬ টাকা

খ. ১২,০০৫.০৬ টাকা

গ. ১২,১৫৫.০৬ টাকা

ঘ. ২২,১৫৫.০৬ টাকা

৬৮. মো. সাকিব জনতা ব্যাংকে ৬৫,০০০ টাকা দিয়ে একটি স্থায়ী আমানত হিসাব খুলেছেন; ১২% চক্রবৃদ্ধি সুদে ১০ বছর পর সাকিবের আমানত বৃদ্ধি পেয়ে কত হবে?

ক. ২,০১,৮৮০.১৩ টাকা

খ. ১,১৬,৮৮০.২১ টাকা

গ. ১,০১,৮৮০.১৪ টাকা

ঘ. ১,০০,০৮৮.৩১ টাকা

৬৯. ৭% সুদের হারে ১২,০০০ টাকা বিনিয়োগ করলে ৬ বছরে মোট কত টাকা চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে?

ক. ১৮,০০৮.৭৬ টাকা

খ. ১২,০০৮.৭৬ টাকা

গ. ৬,০০৮.৭৬ টাকা

ঘ. ২,৮৭৬.৭৬ টাকা

৭০. রাকিব ১২% চক্রবৃদ্ধি সুদে ৫ বছরের জন্য ৭,০০০ টাকা বিনিয়োগ করল ৫ বছর সে মোট কত টাকা সুদ পাবে?

ক. ৫,৩৩৬.৩৯ টাকা

খ. ৩,৯৫৩.৩৬ টাকা

গ. ২,৩৩৬.৩৯ টাকা

ঘ. ১,৬৩৩.৯৩ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.ক ৬২.গ ৬৩.ক ৬৪.গ ৬৫.ক ৬৬.ক ৬৭.গ ৬৮.ক ৬৯.গ ৭০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

আরও পড়ুন