এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১১. সমাজকর্ম পেশার নৈতিক মানদণ্ড নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান?

ক. COS খ. CSWE

গ. NASW ঘ. AASW

১২. ‘COS’ –এর পূর্ণরূপ কী?

ক. Community Organization Strategy

খ. Charity Organization Society

গ. Client of Success

ঘ. Community Organization Society

১৩. পেশাদার সমাজকর্মের উদ্ভব ঘটে কবে?

ক. ফরাসি বিপ্লবের পর

খ. রুশ বিপ্লবের পর

গ. শিল্পবিপ্লবের পর

ঘ. প্রথম বিশ্বযুদ্ধের পর

১৪. ‘The Survey’ পত্রিকাটি কত সাল পর্যন্ত প্রকাশিত হয়?

ক. ১৮৯১ সাল খ. ১৮৯৭ সাল

গ. ১৯১০ সাল ঘ. ১৯৫২ সাল

১৫. কোন বিষয়টিকে আধুনিক যুগের আরম্ভকাল হিসেবে বিবেচনা করা হয়?

ক. কৃষির উন্নয়ন খ. শিক্ষার বিস্তার

গ. শিল্পবিপ্লব ঘ. সমাজকর্মের বিকাশ

১৬. দরিদ্র আইন বলতে বোঝায়—

i. ভিক্ষুক, ভবঘুরে এবং দুস্থ কল্যাণে প্রণীত আইন

ii. বেকার, অলস ও সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রণীত আইন

iii. দরিদ্রদের শ্রেণীকরণ করে সহায়তা, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির বিধান–সংবলিত আইন

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. বিভারিজ রিপোর্টের ভিত্তিতে প্রণীত হয়—

i. বিমা আইন ১৯৪৬

ii. জাতীয় স্বাস্থ্যসেবা আইন ১৯৪৬

iii. জাতীয় সাহায্য আইন ১৯৪৮

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. সমাজকর্মের নৈতিক মানদণ্ড নির্ধারণ করেছে—

i. সমাজকর্মীদের আচরণ নিয়ন্ত্রণের জন্য

ii. শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে

iii. সমাজকর্ম পেশার বিকাশের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. ‘কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন’ (CSWE) আমেরিকায় কবে গঠিত হয়?

ক. ১৯২১ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৫ সালে

২০. সমাজকর্ম পেশায় বিশ্বজনীন পেশাগত সংগঠন কোনটি?

ক. MSW খ. ACSW

গ. NASW ঘ. CSWE

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.গ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা