২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভর্তি—ঢাবিতে এমবিএ, জাবিতে মাস্টার্স, নিটারে (NITER) এমএসসি, ভারতেশ্বরী হোমস, বাউবিতে চায়না ভাষা কোর্স

বেশিরভাগেরই রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১ থেক ২০ ডিসেম্বরের মধ্যে

ঢাবিতে এমবিএ রেগুলার প্রোগ্রামে ভর্তি

∎ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ–তে এমবিএ রেগুলার প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

∎ ভর্তির জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ ডিসেম্বর।

∎ ভর্তি পরীক্ষা: ৯ ডিসেম্বর সকাল ১০টায়।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: www.iba-du.edu

জাবিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

∎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

∎ আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর।

∎ভর্তি পরীক্ষা: ২৪ ডিসেম্বর বেলা ১১টা–১২টা।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: www. hrdir.iitju.edu.bd

নিটারে এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি

∎ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল অ্যান্ড রিসার্চে (নিটার) এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

∎ আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: www.niter.edu.bd

ভারতেশ্বরী হোমসে ছাত্রী ভর্তি

∎ ভারতেশ্বরী হোমসে ২০২৩ সালে ৫ম হতে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

∎ অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

∎ ভর্তি পরীক্ষা: ১৭ ডিসেম্বর সকাল ১০টায়।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: www.bharateswarihomes.edu.bd

বাউবিতে চায়না ভাষা কোর্স

∎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চায়না ভাষা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে

∎ যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় পাস।

∎ আবেদনপত্র জমার ও ভর্তির শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৩।

∎ বিস্তারিত জানতে ওয়েবসাইট: https://osapsnew.bou.ac.bd

আরও পড়ুন
আরও পড়ুন